For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা ‘বাংলার বাঘিনী’! প্রশংসায় বিজেপিরই এক সঙ্গী, ‘সামনা’-র খোঁচায় চাপে মোদী

বিজেপি বিরোধিতা ফের সরব হল শিবসেনা। বিজেপিকে একহাত নিয়ে শিবসেনা পাশে দাঁড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি বিরোধিতা ফের সরব হল শিবসেনা। বিজেপিকে একহাত নিয়ে শিবসেনা পাশে দাঁড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিবসেনার মুখপত্র 'সামনা'তে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'বাংলার বাঘিনী' বলে উল্লেখ করা হল। সম্পাদকীয়তে লেখা হল- মমতা বাংলার বাঘিনীর মতো লড়াই করছেন। বাংলায় যা হচ্ছে তা আক্ষরিক অর্থেই মোদী বনাম মমতার লড়াইয়ে পর্যবসিত হয়েছে।

মমতা ‘বাংলার বাঘিনী’! প্রশংসা বিজেপিরই এক সঙ্গীর, ‘সামনা’-র খোঁচায় চাপে মোদী

মমতা বন্দ্যোপাধ্যায়কে দেদার প্রশংসায় ভরিয়ে দিয়ে শিবসেনার মুখপত্রে লেখা হয়- চিটফান্ড কেলেঙ্কারিতে দোষীরা উপযুক্ত শাস্তি পাক। সেইসঙ্গে গত চার বছরে যে চিট ইন্ডিয়া মামলা হয়েছে, যে সমস্ত মামলাতে তোতাপাখি করে রাখা হয়েছে সিবিআই, আদালত, রিজার্ভব্যাঙ্ককে। আসলে বাংলায় ভোটের রাজনীতি শুরু করেছে বিজেপি।

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকরা। পুলিশ কমিশনারের বাংলোয় ঢুকতে বাধা দেন পুলিশ আধিকারিকরা। তারপরই গণতন্ত্র ধ্বংস ও সংবিধানের উপর আঘাতের অভিযোগ তুলে ধর্মতলায় ধরনায় বসেন মুখ্যমন্ত্রী।

নিমেষে সেই আন্দোলনকে জাতীয় পর্যায়ে পৌঁছে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই আন্দোলনকে মুখপত্রে উদ্ধৃত করে লেখা হয়- মমতা বাঘিনীর মতো লড়াই করছেন। লেখা হয়েছে- আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি অন্তত ১০০টি আসন কম পাবে। তা জেনেই মরিয়া হয়ে উঠেছে বিজেপি। বাংলাতে শুরু হয়েছে আগ্রাসন।

English summary
Shiv Sena praises Mamata Banerjee as Tiger of Bengal against BJP. Narendra Modi is in pressure for Shiv Sena’s stands,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X