For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দ্রানী-শিনাকে দীপাবলীতেই পর্দায় আনার তোড়জোড় পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের

Google Oneindia Bengali News

কলকাতা, ১১ সেপ্টেম্বর : ইন্দ্রাণী মুখার্জী ও শিনা বোরা এখন 'টক অফ দ্য টাউন'। শিনা বোরা হত্যা কাণ্ড নিয়ে রহস্য যত ঘণীভূত হচ্ছে, এই বিষয় নিয়ে সিনেমা করার জন্য পরিচালক, প্রযোজকদের ঝোক তত বাড়ছে। তবে এদিক থেকে বাকি পরিচালকদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। শিনা বোরা হত্যা কাণ্ডে অনুপ্রাণিত একটি ছবি বানানোর মনস্থির ইতিমধ্যেই করে ফেলেছেন তিনি।[শিনা বোরা হত্যাকাণ্ড নিয়ে সিনেমা : ইন্দ্রাণীর চরিত্রে রাখী সাওয়ন্ত!]

একেবার হুবহু নয়, তবে এই চর্চিত হত্য়াকাণ্ডের আঙ্গিকেই টাকার লোভ, মিথ্যা ও হত্যাকাণ্ডের মশলামুড়ি মাখতে চলেছেন পরিচালক অগ্নিদেব। এই ছবিতে মুখ্য চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করবেন তা নিশ্চিত। ঋতুপর্ণাকে নিয়ে চিত্রনাট্যের কাজও শুরু করে দিয়েছেন পরিচালর। ঋতুপর্ণার চরিত্র তৈরি হচ্ছে ইন্দ্রানী মুখার্জীর আদলে।

ইন্দ্রানী-শিনাকে দীপাবলীতেই পর্দায় আনার তোড়জোড় পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের

তবে শিনা বোরা, পিটার মুখার্জী ও অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, পরিচালক অগ্নিদেব জানিয়েছেন, এই ছবিটি শিনা বোরা হত্যাকান্ড নিয়ে তৈরি হলেও ছবিতে কাল্পনিক চরিত্রায়ন করা হয়েছে। ইন্দ্রানীর চরিত্রটিকে এখানে ইশানী নাম দেওয়া হয়েছে। ছবির শুরু হবে ইশানী পুলিশ হেফাজতে দেখিয়ে। সেখান থেকে পুরো ছবিটা তদন্ত, জিজ্ঞাসাবাদ, জেরার মাধ্যমে ফ্ল্যাশব্যাকে চলতে থাকবে।

টাইমস অফ ইন্ডিয়ায় সাক্ষাৎকার দিতে গিয়ে অগ্নিদেব জানিয়েছেন, যখন প্রথম ঘটনাটি শুনি তখন আমিও বাকিদেরই মতো চমকে গিয়েছিলাম। কিন্তু কখনও এই নিয়ে ছবি তৈরির কথা ভাবিনি। কিন্তু আমার পরিবার ও বন্ধুরাই আমাকে উৎসাহ দিল এই ছবিটা করার জন্য। সন্তান কীভাবে তাঁর মাকে উষ্কানী দিতে পারে তাঁকে খুন করার জন্য?

<strong>(ছবি) শিনা বোরা হত্যা কাণ্ড নিয়ে ছবি তৈরি হলে কাকে কোন চরিত্রে নেওয়া হতে পারে!</strong>(ছবি) শিনা বোরা হত্যা কাণ্ড নিয়ে ছবি তৈরি হলে কাকে কোন চরিত্রে নেওয়া হতে পারে!

এই ছবিতে ইশানীর ১৯ বছর বয়স থেকে জীবন তুলে ধরা হবে। কীভাবে বিভিন্ন পরিস্থিতিতে সে কী করেছে, তার জীবনের বিভিন্ন পুরুষ, কীভাবে সাফল্যের সিড়ি চড়লেন ইশানী, ক্ষমতা ধরে রাখার জন্য কী করলেন, এই সবকিছুই তুলে ধরা হবে ছবিতে।

এই প্রথম কোনও সত্যি ঘটনা অবলম্বনে ছবি তৈরির কথা ভাবছেন না অগ্নিদেব। এক আগেও পার্ক স্ট্রীট গণধর্ষণ কাণ্ড নিয়ে "তিন কন্যা" ছবির পরিচালনা করেছিলেন তিনি।

শোনা যাচ্ছে এই ছবিতে মুখ্য তদন্তকারী আধিকারিকের ভূমিকায় দেখা যেতে পারে পায়েল সরকারকে। এছাড়া, ঈশানীর প্রথম স্বামী চরিত্রে দেখা যেতে পারে কৌশিক সেনকে। এছাড়াও শায়নী দত্ত, জুন. রাজেশ শর্মা, শ্রীলা মজুমদার, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ এই ছবির অংশ হতে পারেন। এই ছবির নাম এখনও ঠিক করা হয়নি। দীপাবলীতে এই ছবি মুক্তির লক্ষ্য নিয়েই শুটিং শুরু করবেন অগ্নিদেব।

English summary
Sheena Bora murder to be made into film
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X