For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দিদির দূত' হয়ে মানুষের কাছে যেতেই ক্ষোভের মুখে দুই 'নায়িকা'! গ্রামে ঢুকতে পারলেনই না দেবাংশু

'দিদির দূত' হয়ে মানুষের কাছে যেতেই ক্ষোভের মুখে দুই 'নায়িকা'! গ্রামে ঢুকতে পারলেনই না দেবাংশু

  • |
Google Oneindia Bengali News

'দিদির দূত' হয়ে মানুষের হয়ে কথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায়। গত কয়েকদিনে জ্যোতিপ্রিয় মল্লিক, কুণাল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে গিয়ে বিক্ষোভে পড়েছেন। আজ শুক্রবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল একাধিক জেলাতে। একদিকে বীরভূমে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন শতাব্দী। অন্যদিকে বাঁকুড়াতে গ্রামের মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিক্ষোভের হাত থেকে রক্ষা পেলেন না যুবনেতা দেবাংশু ভট্টাচার্যও। আর এই অবস্থা দেখে রীতিমত শাসকদলকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিরোধীরা।

দফায় দফায় বিক্ষোভে শতাব্দী

দফায় দফায় বিক্ষোভে শতাব্দী

আজ শুক্রবার বীরভূমেরই হাসন বিধানসভাতে যান সাংসদ শতাব্দী রায়। আর সেখানে পৌঁছতেই দফায় দফায় বিক্ষোভে পড়েন তিনি। একেবারে সাংসদের গাড়ি আটকে চলে বিক্ষোভ। তাদের দাবি, দিনের পর দিন কেটে গেলেও রাস্তা তৈরি হয়নি। এমনকি একাধিকবার রাস্তা তৈরির প্রতিশ্রুতির দেওয়া হলেও তা হয়নি বলে অভিযোগ। এছাড়াও আবাস যোজনায় বাড়ি, বার্ধক্যভাতা না-পাওয়া নিয়ে একাধিক ইস্যুতে এদিন সাংসদের সামনে বিক্ষোভ দেখান গ্রামের মানুষ। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অস্বস্তিতে পড়ে যান সাংসদ। পরে শতাব্দী বলেন, মানুষের অভাব অভিযোগ শুনেছি। শীঘ্রই সেই মতো কাজ হবে।

মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন চিত্রাভিনেত্রী

মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন চিত্রাভিনেত্রী

অন্যদিকে 'দিদির সুরক্ষা কবচ' নিয়ে প্রচারে গিয়ে গ্রামের মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন চিত্রাভিনেত্রী তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাঁকুড়া-২ ব্লকের জুনবেদিয়ার বাগদী পাড়ার ঘটনা।

বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার ও তালডাংরার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্ত্তীকে সঙ্গে নিয়ে ঐ এলাকায় যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকাদের হাতের কাছে পেয়ে এলাকার মহিলারা নিজেদের ক্ষোভ উগরে দেন। পরে সায়ান্তিকা জানান, 'টেকনিক্যাল সমস্যা' রয়েছে। শীঘ্রই স্থায়ী সমাধান করা হবে।

একই অবস্থা দলের যুব নেতা দেবাংশুরও

একই অবস্থা দলের যুব নেতা দেবাংশুরও

কার্যত একই অবস্থা দলের যুব নেতা দেবাংশুর। আজ শুক্রবার বালিজুরি গ্রাম পঞ্চায়েতের কুখুটিয়া গ্রামে যান তিনি। তা দেখেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামের মানুষ। তাঁদের সঙ্গে তাৎপর্যপূর্ণ ভাবে যোগ দেন স্থানীয় তৃণমূলের বেশ কয়েকজন নেতাকর্মীও। একাধিক অভিযোগের পাশাপাশি স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধেও দেবাংশুর কাছে ক্ষোভ উগরে দেন তাঁরা। এছাড়াও আবাস দুর্নীতি সহ একাধিক ইস্যুতে যুব নেতার কাছে সরব হন গ্রামের মানুষ। আর তা নিয়ে পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে গ্রামেই ঢুকতে পারেননি যুব নেতা।

এছাড়াও ডায়মন্ডহারবার, পুরুলিয়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একই ভাবে তৃণমূল নেতারা গ্রামের মানুষের বিক্ষোভের মধ্যে পড়ছে।

১১ কোটি টাকার উৎস কী? জানতে চেয়ে তৃণমূল বিধায়ককে তলব করল আয়কর দফতর ১১ কোটি টাকার উৎস কী? জানতে চেয়ে তৃণমূল বিধায়ককে তলব করল আয়কর দফতর

Recommended Video

'দিদির দূত' হয়ে মানুষের সাথে কথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায়

English summary
Shatabdi, Debangshu, Sayantika facing agitation when they reacher villages ad DIDIR DOOT
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X