For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাতে চুড়ি পরে বসে নেই! কীভাবে তৃণমূলের মোকাবিলা, মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শান্তনুর

হাতে চুড়ি পরে বসে নেই! কীভাবে তৃণমূলের মোকাবিলা, মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শান্তনু

  • |
Google Oneindia Bengali News

তারা হাতে চুড়ি পরে বসে নেই। তারাও জবাব দিতে জানেন। বনগাঁয় ডেপুটেশন দিতে গিয়ে এমনটাই বললেন স্থানীয় সাংসদ শান্তনু ঠাকুর। বনগাঁ লোকসভা এলাকায় সন্ত্রাস মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

 ত্রাণ না মেলার অভিযোগ

ত্রাণ না মেলার অভিযোগ

বনগাঁর বিজেপির সাংসদের অভিযোগ এলাকার আম্ফান বিধ্বস্ত মানুষেরা পঞ্চায়েতের সাহায্য পাচ্ছেন না। ঘর, ত্রিপল, খাবার কিছু পাচ্ছে না পঞ্চায়েতের মাধ্যমে। দীর্ঘ সময় ধরে মানুষের চাওয়াকে উপেক্ষা করতে পারেন না, তাই উত্তর বনগাঁর বিডিও-র কাছে ডেপুটেশন দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বিডিও-র মাধ্যমে মানুষের চাওয়া পাওয়ার সমাধান করা হোক, দাবি তুলেছেন তিনি। শান্তনু ঠাকুর বলেন, সমগ্র বনগাঁ এলাকা আম্ফানের জেরে ক্ষতিগ্রস্ত। তাই এলাকার প্রত্যেক বিডিও-র লকাছে দিয়ে ডেপুটেশন দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রীকে প্রশ্ন

মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রীকে প্রশ্ন

শান্তনু ঠাকুরের অভিযোগ খাদ্যদ্রব্য তছরুপ করা হচ্ছে। তাঁর প্রশ্ন খাদ্যমন্ত্রীর কাছে, কোথায় গেল খাদ্য সামগ্রি। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর প্রশ্ন কোথায় গেল কেন্দ্রের দেওয়া হাজার কোটি টাকা। তিনি বলেন, সাধারণ মানুষ এর জবাব চাইছেন।

তৃণমূলকে হুঁশিয়ারি

তৃণমূলকে হুঁশিয়ারি

বনগাঁর সাংসদ তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকায় মাস্তানি, দাদাগিরি করে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজেপি চুপ আছে বলে এই নয়, যে তারা হাতে চুড়ি পরে বসে রয়েছেন।

প্রতিরোধ গড়ে তোলা হবে

প্রতিরোধ গড়ে তোলা হবে

শান্তনু ঠাকুর বলেন, তাঁরাও জবাব দিতে জানেন। বনগাঁ লোকসভা এলাকায় সন্ত্রাস মেনে নেওয়া হবে না। তিনি বলেন সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস তারা করবেন না। তবে তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে বিরোধ করবেন। যত বড় সন্ত্রাসী হোক, আর যত বড় নেতা, হোক প্রতিরোধ গড়ে তোলা হবে, জানিয়েছেন তিনি।

আসন্ন বিধানসভা নির্বাচন, তার আগে বিহারের বেকারত্বের পরিমাণ ছাপিয়ে গেল জাতীয় গড়কেওআসন্ন বিধানসভা নির্বাচন, তার আগে বিহারের বেকারত্বের পরিমাণ ছাপিয়ে গেল জাতীয় গড়কেও

English summary
Shantanu Thakur questions TMC and Panchayat steps in his Constituency area Bongaon,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X