For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে বিদ্রোহী শান্তনুর নয়া পদক্ষেপ, ঠাকুরনগরে মতুয়া বৈঠকে বাড়ল আরও জল্পনা

ঠাকুরনগরে মতুয়া বৈঠকে বাড়ল আরও জল্পনা

  • |
Google Oneindia Bengali News

বিজেপির অন্দরে সমান্তরাল আরও একটি কমিটি গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন দলের মতুয়া-মুখ শান্তনু ঠাকুর। তিনি বিজেপিকর বিদ্রোহী নেতাদের এক করে বৈঠকের পর চড়া সুরেই রাজ্য নেতৃত্বকে এক হাত নিয়েছেন। এবার তিনি মতুয়া মহলে বৈঠক করে জল্পনার পারদ আরও চড়িয়ে দিলেন রাজ্য রাজনীতিতে।

মতুয়াদের সঙ্গে বৈঠক করে জল মাপছেন শান্তনু

মতুয়াদের সঙ্গে বৈঠক করে জল মাপছেন শান্তনু

শান্তনু ঠাকুর অভিযোগ করেছেন, বিজেপি অন্দরেই এমন নেতা রয়েছেন, যাঁরা তৃণমূলের পারপাস সার্ভ করছেন। শনিবার কলকাতায় পোর্ট ট্রাস্টের একটি গেস্ট হাউসে বিজেপির বিদ্রোহী নেতাদের নিয়ে বৈঠকের পর এমনই অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এবার মতুয়াদের সঙ্গে বৈঠক করে তিনি জল মাপতে চাইলেন।

নতুন উপায় খোঁজাই ছিল শান্তনু ঠাকুরদের উদ্দেশ্য

নতুন উপায় খোঁজাই ছিল শান্তনু ঠাকুরদের উদ্দেশ্য

বিজেপির বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠকের পর যে অবস্থান তাঁরা নিয়েছেন তাঁর সঙ্গে মতুয়ারা সহমত কি না, তা বুঝতে চাইছেন শান্তনু। কেননা মতুয়ারা বিজেপির উপর ক্ষুন্ন। তাঁরা বিজেপির সঙ্গে ভিড়েও কিছুই পাননি। তা নিয়ে শান্তনু ঠাকুরদের উপর চাপ সৃষ্টি করেছিলেন তাঁরা। মতুয়াদের ঠান্ডা করা যাবে কী প্রকারে তার উপায় খোঁজাই ছিল শান্তনু ঠাকুরদের উদ্দেশ্য।

মতুয়ারা কি সমর্থন করবেন শান্তনুর অবস্থানকে

মতুয়ারা কি সমর্থন করবেন শান্তনুর অবস্থানকে

মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েনও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন, শুধু ভোটের সময় মতুয়াদের ব্যবহার করা হয়। মতুয়ারা তাই আর কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না। তারপর মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর বিদ্রোহী হয়ে জানিয়েছিলেন বিজেপির আর দরকার নেই মতুয়াদের।

মতুয়াদের কথা শুনেই সিদ্ধান্ত নেবেন শান্তনু ঠাকুর

মতুয়াদের কথা শুনেই সিদ্ধান্ত নেবেন শান্তনু ঠাকুর

তারপর শান্তনু ঠাকুর বিজেপিকর ভিতরে সমান্তরাল বিজেপির সংগঠন গড়ে তোলার বার্তা দিলেও তা কীভাবে নেবেন মতুয়ারা, সে কথা জানতে চাইছেন তিনি। সেই কারণেই মতুয়া মহাসঙ্ঘের সর্বভারতীয় সদস্যদের সঙ্গে তিনি বৈঠক করেন। জানতে চান তাঁদের অবস্থান। সেইমতোই শান্তনু ঠাকুর সিদ্ধান্ত নেবেন বলে রাজনৈতিক মহলের মত।

বিজেপির পায়ের তলার মাটি কতটা শক্ত মতুয়া-গড়ে

বিজেপির পায়ের তলার মাটি কতটা শক্ত মতুয়া-গড়ে

সাংসদ-মন্ত্রী শান্তনু ঠাকুর-সহ মতুয়া মহলের বিজেপির পাঁচ বিধায়ক বিদ্রোহী হওয়ার পর মতুয়াদের তৃণমূল মুখ মমতাবালা ঠাকুর তাঁদের আহ্বান জানিয়েছিলেন তৃণমূলে। তিনি বলেছিলেন, মতুয়ারা ভুল বুঝতে পেরেছেন। তাই তাঁরা তৃণমূলের ফিরে আসছেন। বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে মতুয়া-গড়ে। তাই শান্তনু-সুব্রতদেরও তিনি অনুরোধ করেন তৃণমূলে যোগ দিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মরণ নিতে।

তৃণমূলমুখী হওয়ার সম্ভাবনা কতটা শান্তনুর!

তৃণমূলমুখী হওয়ার সম্ভাবনা কতটা শান্তনুর!

তবে শান্তনু ঠাকুর শনিবার যে অভিযোগ করেন, তাতে তাঁর তৃণমূলমুখী হওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং তিনি বিজেপিকে গৃহযুদ্ধ জারি রাখার কথাই বলেন। তিনি বলেন, বিজেপির রাজ্য কমিটির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা। তিনি অভিযোগ করেন, তৃণমূলের সুবিধা পাইয়ে দিতে বিজেপির সংগঠনের দায়িত্বে থাকা কিছু নেতা কাজ করে যাচ্ছেন। সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ওই নেতাকে তৃণমূলের এজেন্ট বলেও ব্যাখ্যা করেন তিনি। সেই নিরিখে এদিনের মতুয়া-গড়ের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।

English summary
Shantanu Thakur increases speculation to meet with Matua Mahasangha after rebel in BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X