For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধাক্কা খেয়েও অঙ্গে জোট রক্ষার বার্তা, বঙ্গে মমতার সমালোচনায় মুখর শাহনওয়াজ

বিজেপির কেন্দ্রীয় দলের প্রতিনিধি হিসেবে আসানসোল পরিদর্শন করে বিজেপি নেতা শাহানওয়াজ হোসেন একইসঙ্গে দুই মুখ্যমন্ত্রীকে বার্তা দিলেন।

Google Oneindia Bengali News

রামনবমীর জেরে গোষ্ঠীসংঘর্ষে উত্তাল হয়েছে বাংলা-বিহার উভয় রাজ্যই। রবিবার বিজেপির কেন্দ্রীয় দলের প্রতিনিধি হিসেবে আসানসোল পরিদর্শন করে বিজেপি নেতা শাহানওয়াজ হোসেন একইসঙ্গে দুই মুখ্যমন্ত্রীকে বার্তা দিলেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও বার্তা দিলেন। এমনকী বিহারে বিজেপির মন্ত্রীপুত্রকে এই ঘটনায় গ্রেফতারের পরও তিনি প্রশংসায় ভরিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে।

ধাক্কা খেয়েও অঙ্গে জোট রক্ষার বার্তা, বঙ্গে মমতার সমালোচনায় মুখর শাহনওয়াজ

<span class=[আরও পড়ুন:মমতার মাস্টারস্ট্রোকে অমিতের সফরে দাঁড়ি! ধাক্কা খেল বিজেপির পঞ্চায়েত পরিকল্পনা ]" title="[আরও পড়ুন:মমতার মাস্টারস্ট্রোকে অমিতের সফরে দাঁড়ি! ধাক্কা খেল বিজেপির পঞ্চায়েত পরিকল্পনা ]" />[আরও পড়ুন:মমতার মাস্টারস্ট্রোকে অমিতের সফরে দাঁড়ি! ধাক্কা খেল বিজেপির পঞ্চায়েত পরিকল্পনা ]

এদিন শাহানওয়াজ হোসেন বলেন, বিহারের মুখ্যমন্ত্রী গোষ্ঠী সংঘর্ষ তামাতে কড়া পদক্ষেপ নিয়েছে। আর বাংলার মুখ্যমন্ত্রী তখন দিল্লিতে ডিনার করছেন জোট গড়ার স্বপ্নে মশগুল হয়ে। বিহারের কিষাণগঞ্জের নেতা শাহানওয়াজ। তিনি আবার বিজেপির সংখ্যালঘু মুখ। তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করবেন- এটাই স্বাভাবিক। একইসঙ্গে তিনি জোটসঙ্গী নীতীশ কুমারের প্রশংসা করবেন তাও স্বাভাবিক।

কিন্তু নিজের দলের মন্ত্রীপুত্রকে সংঘর্ষের ঘটনায় গ্রেফতারের পরও নীতীশের প্রশংসা কেন প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এর পিছনে রয়েছে, বিজেপির নির্দিষ্ট পরিকল্পনা। রামনবমীর হিংসার পর বিজেপি মনে করছে, বিহারে নীতীশের সঙ্গে তাঁদের জোটের বিত নড়ে গিয়েছে। সেই কারণেই হিংসার বিজেপির জড়িত থাকার বিষয়টি প্রকট হওয়া সত্ত্বেও প্রশংসার পিছনে অন্য গন্ধ পাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, রবিবার বিহার সরকারে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিৎ শাশ্বতকে গোষ্ঠী সংঘর্ষ ছড়ানো ও উসকানি দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারির মাধ্যমে তিনি বিজেপিকে বার্তা দিতে চেয়েছিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। রামনবমীতে হিংসা ছড়ানোর তিনি এর আগে বারে বারে বুঝিয়ে দেন দাঙ্গাবাজদের সঙ্গে এক সঙ্গে চলা দুঃসহ।

তারপরই বাংলায় এসে বিহারের মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন শাহানওয়াজ। কেন্দ্রীয়মন্ত্রীর ছেলের গ্রেফতারির প্রশ্ন এড়িয়ে গিয়েও নীতীশ কুমারকে প্রশংসায় ভরিয়ে দেন। তার কারণ বিহারের জোটের ভবিষ্যৎকে মজবুত করা। কেননা রামনবমীর হিংসা বিহারে বিজেপির জোটকে নাড়িয়ে দিয়ে গিয়েছে। বাংলায় তৃণমূল আছে ক্ষমতায়, তাই রাজনীতি করার জায়গা আছে। কিন্তু বিহারে নিজেদেরই জোট সরকার, তাই বিপাকে বিজেপি।

[আরও পড়ুন: মহেশতলা উপনির্বাচনে সম্ভাব্য তৃণমূল প্রার্থীর নাম জানেন! পঞ্চায়েতের মাঝেই জল্পনা তুঙ্গে][আরও পড়ুন: মহেশতলা উপনির্বাচনে সম্ভাব্য তৃণমূল প্রার্থীর নাম জানেন! পঞ্চায়েতের মাঝেই জল্পনা তুঙ্গে]

English summary
BJP leader Shahnawaz Hussain visits Asansol as the BJP's central team and conveyed the message to the two chief ministers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X