সারদা-কাণ্ডে সুরজিৎ, মদনের বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ

এসএফআইও-কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ১৪টি রাজ্যে ব্যবসা বিস্তার করেছিল সারদা গোষ্ঠী। ২৭ লক্ষের বেশি আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ আড়াই হাজার কোটি টাকারও বেশি। প্রভাবশালী ব্যক্তিদের সহায়তা ছাড়া এমন ঘটনা ঘটতে পারত না বলে জানিয়েছে এসএফআইও।
যে যে ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করা উচিত বলে জানিয়েছে এসএফআইও, তাঁরা হলেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র, কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ, প্রাক্তন আইপিএস রজত মজুমদার (এখন সিবিআই হেফাজতে), ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকার ওরফে নীতু (এখন সিবিআই হেফাজতে), ব্যবসায়ী রমেশ গান্ধী প্রমুখ।
এসফআইও-র এই রিপোর্টের ফলে তৃণমূল কংগ্রেস চাপে পড়ে গেল বলেই মনে করা হচ্ছে। কারণ ইদানীং আবার মদন মিত্রকে দলে গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সিবিআই তাঁকে নিয়ে টানাহ্যাঁচড়া শুরু করে, তা হলে নিঃসন্দেহে তৃণমূল সুপ্রিমোর কাছে তা অস্বস্তিকর বিষয় হবে।