লকডাউনের মাঝেই রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচিতে নামছে এসএফআই
আগামিকাল ৭ মে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেটে ইউজিসি-র গাইডলাইনের বিরুদ্ধে পোস্টার হাতে ফিজিক্যাল ডিস্ট্যান্সিংয়ের নিয়ম মেনে ৫ জনের বেশি জমায়েত না করে দুপুর ১২টা থেকে ১৫ মিনিট প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করবে এসএফআই।

তাঁদের আহ্বান, বিশ্ববিদ্যালয় গেটে সম্ভব না হলে গুরুত্বপূর্ণ কলেজের গেটে প্রতিবাদ কর্মসূচি করুন। এসএফআইয়ের দাবিগুলি হল - লেখাপড়ায় এই সেশনের ফি মকুব করতে হবে। হোস্টেল ফি নেওয়া চলবে না। ফেলোশিপ/স্কলারশিপের টাকা দিতে হবে সমস্ত প্রাপক ছাত্র ও গবেষককে।
এছাড়া ৭৫ শতাংশ ক্লাসরুম ও ২৫ শতাংশ অনলাইন শিক্ষার প্রস্তাব বাতিল করতে হবে। সবার জন্য অনলাইন শিক্ষার সুযোগ সুনিশ্চিত না করে একে বাধ্যতামূলক করা যাবে না - পরীক্ষা বা মূল্যায়ন অনলাইনে করা যাবে না। লকডাউনের পর সবার জন্য অতিরিক্ত ক্লাসের মাধ্যমে সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়া যাবে না।