For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবীনবরণে খাবার বিক্রেতাকে প্রাপ্য টাকা না দেওয়াকে ঘিরে অন্তর্দ্বন্দ্ব যাদবপুরের এসএফআইয়ে

এক দরিদ্র খাবার বিক্রেতাকে তার প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগকে ঘিরে চলতি সপ্তাহেই সরগরম হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

  • |
Google Oneindia Bengali News

এক দরিদ্র খাবার বিক্রেতাকে তার প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগকে ঘিরে চলতি সপ্তাহেই সরগরম হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই বছর আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন বা আফসুর নবীন বরণ অনুষ্ঠানে দক্ষিণ কলকাতার একটি খাবার দোকান থেকে প্রায় ৬৬ হাজার টাকার ফ্রায়েড রাইস, চিলি চিকেন ও পকোড়া অর্ডার করা হয়। প্রায় একমাস আগে অনুষ্ঠান মিটলেও এখনও পর্যন্ত ওই খাবারের দেকানের মালিক হিসে ভুটিয়াকে মাত্র ১৭,০০০ টাকা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

নবীনবরণে খাবার বিক্রেতাকে প্রাপ্য টাকা না দেওয়াকে ঘিরে অন্তর্দ্বন্দ্ব যাদবপুরের এসএফআইয়ে

এবার তা নিয়েই সাধারণ ছাত্রছাত্রীদের রোষের মুখে পড়েছেন বর্তমানে এসএফআই পরিচালিত আফসুর পদাধিকারীরা। ভিন রাজ্যের বাসিন্দা ওই খাবার বিক্রেতার পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একটা বড় অংশ। বর্তমানে একমাসের কাছাকাছি তার দোকান বন্ধ আছে বলেও জানা যাচ্ছে।

ছাত্র সংসদের ক্ষমতাসীন গোষ্ঠীর এই বিষয়ে বক্তব্য, ওই দোকানদার অর্ডার করা খাবারের তুলনায় কম খাবার দিয়েছেন। খাবার পচাও ছিল বলেও অভিযোগ করে তারা। অথচ এসএফআইয়েরই অন্য একটি অংশ বর্তমানে অসহায় ওই দোকানদারের জন্য ক্যাম্পাসে অর্থ সংগ্রহ অভিযানে নেমেছেন। ইতিমধ্যেই হাজার দশেক টাকা তোলা সম্ভব হয়েছে বলে জানান তারা। শ্রমজীবী মানুষের প্রাপ্য অধিকারের দাবিতে সরব হয়ছে ফ্যাস, আইসা সহ যাদবপুরের একাধিক ছাত্র সংগঠনও।

নবীনবরণে খাবার বিক্রেতাকে প্রাপ্য টাকা না দেওয়াকে ঘিরে অন্তর্দ্বন্দ্ব যাদবপুরের এসএফআইয়ে

এদিকে বৃহস্পতিবার সকালে হিসের বিরুদ্ধে যাদবপুর থানায় একটি পাল্টা অভিযোগ দায়ের করা হয় যাদবপুরের সমাজতত্ত্ব বিভাগের এক ছাত্রীর তরফে। তিনি ক্যাম্পাসে দীর্ঘ দিন থেকে এসএফআই সমর্থক হিসাবেই পরিচিত। তার অভিযোগ বুধবার রাতে হিসের সঙ্গে কথোপকথনের সময় কথা কাটাকাটি হলে তাকে ও তার দুই বান্ধবীকে শারীরিক ভাবে নিগ্রহ করার চেষ্টা করে ওই দোকানদার ও তার এক সহকর্মী। তারপরই তাদের বিরুদ্ধে যাদবপুর থানায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই মূহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে ওই ভিন রাজ্যের খাবার বিক্রেতা। অন্যদিকে হিসের সঙ্গে কথোপকথনের সময় গোপনে তারা হিসের ভিডিও তোলার চেষ্টা করছিলেন বলেও জানান ওই অভিযোগকারী ছাত্রী।

ভারত - বাংলাদেশের সুসম্পর্কের দিন কি শেষ? CAB আর NRC ঘিরে উঠছে প্রশ্নভারত - বাংলাদেশের সুসম্পর্কের দিন কি শেষ? CAB আর NRC ঘিরে উঠছে প্রশ্ন

English summary
SFI conflicts in Jadavpur university over non payment of food vendor money at freshers ceremony
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X