For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সিপিএম মহিলারা নিজেদের ব্লাউজ ছিঁড়ে শ্লীলতাহানির অভিযোগ তোলে', তৃণমূল নেতার মন্তব্যে বিতর্কের ঝড়

Google Oneindia Bengali News

বর্ধমান, ১৩ জানুয়ারি : সিপিএম-এর মহিলা কর্মীদের সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করে মমতা সরকারের বিড়াম্বনা আরও বাড়ালেন ক্ষুদ্র শিল্প ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। প্রকাশ্য সমাবেশে বললেন, সিপিএম মহিলা কর্মীরা নিজেদের ব্লাউজ নিজেরা ছিঁড়ে তৃণমূলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনে।

আরও পড়ুন : আমাদের ছেলেদের ঘরে ঢুকিয়ে দেব, সিপিএম মহিলাদের ধর্ষণ করে চলে যাবে, প্রকাশ্য হুমকি তাপস পালের

আরও পড়ুন : 'আর কী চান, মেরে ফেলব ওঁকে?' তাপস পালের শাস্তি প্রসঙ্গে গণমাধ্যমকে চোখ রাঙানি মমতার

আরও পড়ুন : একটি ঘাসে দু'টি ফুল, দুমুখো তৃণমূল!

আরও পড়ুন : যুবভারতীতে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা আর ওকি! এ যে দেখি তাপস পাল!!

তৃণমূলের প্রবীন নেতা স্বপন দেবনাথ। বর্ধমানের কালনায় একটি জনসভায় বক্তব্য রাখতে উঠে স্বপনবাবু বলেন, "সিপিএম নেত্রীদের নমুনার কথা আমাদের বলবেন না। ওরা দরকার পড়লে নিজেরাই নিজেদের ব্লাউজ ছিঁড়ে দিয়ে বলে আমি আক্রান্ত হয়েছি। ওরা এরকমই লোক।"

'সিপিএম মহিলারা নিজেদের ব্লাউজ ছিঁড়ে শ্লীলতাহানির অভিযোগ তোলে', তৃণমূল নেতার মন্তব্যে বিতর্কের ঝড়

শুধু এই বলেই থেমে থাকেননি স্বপনবাবু। তিনি এরপরও বলতে থাকেন, "পুলিশ আগে বলত প্রোমোশন পাওয়ার জন্য নিজেদের ছেলেকেও মাঝে মাঝে ডাকাতি কেসে দিয়ে দিত, মানে প্রমাণ করত যে আমি কত বড় অফিসার। সিপিএমের ওরা, সিপিএম-এ মহিলা সমিতির অনেক নেত্রীকে আমরা জানি, নিজেই নিজের ব্লাউজ ছিঁড়ে দিয়ে বলে দিল, ওমুকে আমার ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, আমার অসম্মান করেছে, শালীনতা ভঙ্গ করেছে। আবার যদি বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া যদি হয়ে যায়, পরে স্বামীর ঘাড়ে না চাপিয়ে তৃণমূলের কারও ঘাড়ে দেখবেন দোষ চাপিয়ে দেওয়াটা এখন ওরা আরম্ভ করেছে।"

তৃণমূল নেতার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলি। বামেরা মন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যাখ্যা দাবি করেছেন।

সিপিএম-এ পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত বলেন, এতো চূড়ান্ত অবমাননা। মন্ত্রীর এই মন্তব্যই প্রমাণ করে দেয় তৃণমূল কোন খাদে তলিয়ে গিয়েছে। অপরাধীকে গ্রেফতার না করে তাকে রক্ষা করছে। আসলে মন্ত্রী যা বলছেন তা তিনি নিজের দলের কর্মীদেরই শেখান। মুখ্যমন্ত্রী এখন চুপ কেন?

উল্লেখ্য কিছুদিন আগে সিপিএম মহিলাদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করে বিতর্কের ঝড় তোলেন তৃণমূলের সাংসদ তাপস পাল। প্রকাশ্য সমাবেশে তিনি বলেছিলেনস, "ঘরে ছেলে ঢুকিয়ে দেব রেপ করে চলে যাবে"। সেবারই তৃণমূলের তরফে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। এক্ষেত্রেও শাসকদল চুপ থাকবে বলেই রাজনৈতিক নেতাদের একাংশ মনে করছেন।

English summary
Sexist Remarks by Minister Stir New Trouble for Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X