For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার নেতা নয়, তরতাজা যুবক! মেয়র ঘনিষ্ঠের দলবদলে উচ্ছ্বাস মুকুলের

এবার দিল্লিতে নয়, কলকাতায় তৃণমূল ভেঙে বিজেপিতে যোগ। অনুষ্ঠানে উপস্থিত মুকুল রায়। বললেন, এবার আর নেতা নয়। তরতাজা যুবক যোগদিলেন বিজেপিতে। বললেন মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

এবার দিল্লিতে নয়, কলকাতায় তৃণমূল ভেঙে বিজেপিতে যোগ। অনুষ্ঠানে উপস্থিত মুকুল রায়। বললেন, এবার আর নেতা নয়। তরতাজা যুবক যোগ
দিলেন বিজেপিতে। বললেন মুকুল রায়। কলকাতার একাধিক ওয়ার্ড থেকে তৃণমূল কর্মীরা এদিন বিজেপি যোগ দিয়েছেন বলে জানিয়েছেন মুকুল রায়।

জেলায় ভাঙনের রেশ এবার কলকাতায়

জেলায় ভাঙনের রেশ এবার কলকাতায়

লোকসভা নির্বাচনের আগে কিংবা পরে তৃণমূল ভেঙে বিজেপিতে যোগ দিতে দেখা গিয়েছে নেতাদের। বিধায়ক, পুরসভার কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান
কিংবা জেলা পরিষদ সদস্যদের। সেসবের বেশিরভাগই হয়েছে জেলায়। প্রশ্ন উঠছিল কলকাতা নিয়ে। কেননা সামনের বছরেই কলকাতা পুরসভার ভোট।

বিজেপির লক্ষ্য ছোট লালবাড়ি

বিজেপির লক্ষ্য ছোট লালবাড়ি

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পাখির চোখ কলকাতার ছোট লালবাড়ি। এবারের লোকসভা নির্বাচনে কলকাতা পুরসভার ১৪৫ টি আসনের মধ্যে ৫২ টি
আসনে এগিয়ে থেকে। ১৪৫-এর অর্ধেক আসন দখল করতে তাদের অনেকটাই এগোতে হবে। সেই লক্ষ্যেই কাজ শুরু করেছে বিজেপি।

মুকুল রায়ের কাজ শুরু

মুকুল রায়ের কাজ শুরু

তৃণমূলে ভাঙন চলছে। কিন্তু সেই ভাঙন পর্বে কলকাতায় মুকুল রায়কে দেখা যাচ্ছিল না। বুধবার সেই দলবদল নিয়েই সামনে এলেন মুকুল রায়। জানালেন কলকাতা পুরসভার ৭৪,৮২, ১০৭, ১০৮ নম্বর ওয়ার্ড থেকে যুব তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ দিলেন। এদিন বিজেপিতে যোগ দেন মেয়র তথা নগরোন্নয়ন মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক অনির্বান চট্টোপাধ্যায়। দাবি মুকুল রায়ের। সংবাদ মাধ্যমের সামনে তাঁকে হাজির করে উচ্ছ্বসিত এই বিজেপি নেতা। তিনি বলেন, এত দিন শুধু নেতারাই যোগ দিয়েছেন বিজেপিতে।
এবার যোগ দিলেন তরতাজা যুবক। তবে মুকুল রায়ে দাবি সম্পর্কে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: এক সপ্তাহেই নতুন কংগ্রেস সভাপতি! রাহুল জানালেন নিজের মত][আরও পড়ুন: এক সপ্তাহেই নতুন কংগ্রেস সভাপতি! রাহুল জানালেন নিজের মত]

[আরও পড়ুন: ২১ জুলাইয়ের সমাবেশ! তৃণমূল কর্মসূচি কতটা সফল করতে পারবে, তা নিয়ে 'চিন্তা'য় দিলীপ ঘোষ ][আরও পড়ুন: ২১ জুলাইয়ের সমাবেশ! তৃণমূল কর্মসূচি কতটা সফল করতে পারবে, তা নিয়ে 'চিন্তা'য় দিলীপ ঘোষ ]

English summary
Several youth leaders from TMC joins BJP in Kolkata. BJP's National Executive memberMukul Roy was present this programme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X