For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু গড়ে 'বড়' দলবদল! সিপিএম-এ যাওয়াদের নিয়ে গুরুত্বে নারাজ তৃণমূল

২০১১ সালে পরিবর্তনের ঝড়ে এলাকা আক্ষরিক অর্থে বিরোধী শূন্য হয়ে গিয়েছিল। তারপর থেকে রাজনৈতিক কর্মসূচি গ্রহণে বেগ পেতে হয়েছে এলাকার বামপন্থী তথা বিরোধীদের।

  • |
Google Oneindia Bengali News

২০১১ সালে পরিবর্তনের ঝড়ে এলাকা আক্ষরিক অর্থে বিরোধী শূন্য হয়ে গিয়েছিল। তারপর থেকে রাজনৈতিক কর্মসূচি গ্রহণে বেগ পেতে হয়েছে এলাকার বামপন্থী তথা বিরোধীদের। তবে বেশ কিছুদিন ধরেই এলাকায় আবার বিরোধীদের রাজনীতি করার পরিসর তৈরি হয়েছে। এলাকার নাম পূর্ব মেদিনীপুরের খেঁজুরি। বাম আমলের লালদুর্গও বটে।

শতাধিক পরিবারের সিপিএম যোগদান

শতাধিক পরিবারের সিপিএম যোগদান

স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি এলাকার প্রায় শতাধিক পরিবার তৃণমূল ছেড়ে সিপিএম-এ যোগদান করেছে। এঁদের নেতৃত্বে ছিলেন খেজুরির নিজকসবা এলাকার মেইদিনগর গ্রামের শেখ হানিফ। এলাকার প্রতাপশালী তৃণমূল নেতা বলেই পরিচিত ছিলেন শেখ হানিফ।

তৃণমূল ত্যাগীদের হাতে সিপিএম-এর পতাকা

তৃণমূল ত্যাগীদের হাতে সিপিএম-এর পতাকা

কলাগাছিয়া পার্টি অফিসে শেখ হানিফ-সহ অন্যদের হাতে সিপিএম-এর পতাকা তুলে দেন, রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস। উপস্থিত ছিলেন যুবনেতা পরিতোষ পট্টনায়েক, খেজুরি এরিয়া কমিটির সম্পাদক মৃন্ময় মাইতি-সহ অন্যরা।

সহযোগিতা না পাওয়ার অভিযোগ

সহযোগিতা না পাওয়ার অভিযোগ

সিপিএম-এ যোগদানকারী নেতার অভিযোগ তাঁকে দিয়ে নানা খারাপ কাজ করিয়ে নেওয়া হত। লকডাউনের সময় আটকে পড়ায় তৃণমূল নেতাদের কাছে বাড়ি ফেরার আবেদন করলেও, কোনও গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। কোনও ক্রমে ফিরলেও, আঘাত হানে আম্ফান। সেই সময় সাধারণ মানুষকে ত্রাণে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ এরই প্রতিবাদে দলবদল।

গুরুত্বে নারাজ তৃণমূল

গুরুত্বে নারাজ তৃণমূল

যদিও এই দলবদলকে গুরুত্বে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের মতে সেরকম কোনও ঘটনাই ঘটেনি। তৃণমূল এলাকায় অটুট রয়েছে বলেও দাবি করা হয়েছে।

বাংলাকে ভাঙার চেষ্টায় বিজেপি! অমিত শাহকে পাল্টা আক্রমণ পার্থ চট্টোপাধ্যায়েরবাংলাকে ভাঙার চেষ্টায় বিজেপি! অমিত শাহকে পাল্টা আক্রমণ পার্থ চট্টোপাধ্যায়ের

English summary
Several TMC leaders and workers joins CPM in Khejuri in East Midnapur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X