For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আঠারোতলা বাজারেই 'জবাব' দিলীপ ঘোষের! তৃণমূল থেকে বিজেপিতে যোগ শ'য়ে, শ'য়ে নেতা, কর্মীর

ভাঙড়ের আঠারোতলা বাজারে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন এলাকার কয়েকশো তৃণমূল নেতা কর্মী। প্রসঙ্গত বুধবার এই বাজারেই দিলীপ ঘোষের গাড়ির ওপরম হামলা হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে।

  • |
Google Oneindia Bengali News

ভাঙড়ের আঠারোতলা বাজারে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন এলাকার কয়েকশো তৃণমূল নেতা কর্মী। প্রসঙ্গত বুধবার এই বাজারেই দিলীপ ঘোষের গাড়ির ওপর হামলা হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে।

অভিষেকের কর্মসূচির প্রশংসায় অনুব্রত! দলের নেতা, কর্মীদের দিলেন নির্দেশঅভিষেকের কর্মসূচির প্রশংসায় অনুব্রত! দলের নেতা, কর্মীদের দিলেন নির্দেশ

ফের চা খেতে ভাঙড়ের আঠারোতলা বাজারে দিলীপ ঘোষ

ফের চা খেতে ভাঙড়ের আঠারোতলা বাজারে দিলীপ ঘোষ

এদিন সকালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গিয়েছিলেন ভাঙড়ের আঠারোতলা বাজারে। সেদিনের ঘটনার জেরে আশপাশের এলাকার কর্মীরা এলাকায় ভিড় করেছিলেন বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। সেই কারণে ভিড় বেশি হয়ে গিয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

তৃণমূল থেকে হাজারজনের যোগ বিজেপিতে

তৃণমূল থেকে হাজারজনের যোগ বিজেপিতে

দিলীপ ঘোষ দাবি করেছেন, এদিন তৃণমূল থেকে বিজেপিতে প্রায় ১০০০ খানের নেতা-কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি বলেন তৃণমূলের গুণ্ডাগিরিতে স্থানীয় মানুষ ক্লান্ত।

তৃণমূলকে ভাবতে পরামর্শ

তৃণমূলকে ভাবতে পরামর্শ

দিলীপ ঘোষ বলেন বুধবার তৃণমূলের তরফে বলা বয়েছিল বিজেপি ঢুকতে পারবে না, বিজেপির জায়গা নেই। কিন্তু এদিনের যোগদানে প্রমাণ হয়ে গেল, কাদের জায়গা আছে, আর কাদের নেই। তবে তৃণমূলের ভাবা উতিক তাদের জায়গা থাকবে কিনা, তা নিয়ে।

বুধবার ভাঙড়ের আঠারোতলা বাজারে হামলা

বুধবার ভাঙড়ের আঠারোতলা বাজারে হামলা

বুধবার সকালে চায়ে পে চর্চায় যোগ দিতে ভাঙড়ে গেলে দিলীপ ঘোষের গাড়ির ওপর হামলা হয়। তাঁর ওপর হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। সেই সময় তিনি জানিয়েছিলেন, ওই বাজারে আবার যাবেন। চা-টা এমন গরম হবে, তিনি বুঝতে পারেননি। আক্রমণের সম্ভাবনা হলে, তাঁরাও তৈরি হয়ে যাবেন বলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, কী করে আক্রমণ প্রতিহত করতে হয়, তা তাঁরা শিখে গিয়েছেন।

English summary
Several TMC leaders and workers joins BJP in Bhangar in South 24 Parganas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X