মুকুল রায় পদ পাওয়ার পর দলবদলে গতি! দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূল থেকে শ'য়ে শ'য়ে বিজেপিতে যোগদান
মুকুল রায় সর্বভারতীয় বিজেপির সহ সভাপতির পদ পেয়েছেন। তারপর যেন তৃণমূল থেকে বিজেপিতে দলবদলে গতি এসেছে। দলবদলে কোথাও সংখ্যাটা ২ হাজার, আবার কোথাও ৫০০-র বেশি। তবে এই দলবদলে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

ঝাড়গ্রামে দলবদল
ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার বিনপুর বিধানসভায় তৃণমূল এবং সিপিএম ছেড়ে ২,০০০ পরিবার আজ বিজেপিতে যোগদান করেছেন। বিজেপির তরফ থেকে এই দাবি করা হয়েছে।

বারাসতে দলবদল
এবার দলবদল বিজেপির বারাসত সাংগঠিক জেলাতেও। এদিন বারাসাত সাংগঠনিক জেলায় বিভিন্ন দল ত্যাগ করে প্রায় ৫৬২ জন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের অপশাসন দূর করার অঙ্গীকার নিয়ে বিজেপি পরিবারে যুক্ত হলেন।

কলকাতা উত্তর শহরতলীতে দলবদল
দলবদলে যুক্ত হয়েছে কলকাতার নামও। কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার হাতিয়ারা বিএমসি ১৪ নং ওয়ার্ডে বিজেপির রক্তদান কর্মসূচিতে বিধায়ক ও রাজ্য সম্পাদক সব্যসাচী দত্তে উপস্থিতিতে বিভিন্ন দল থেকে প্রায় ২০০ জন বিজেপিতে যোগদান করেন।

গুরুত্ব দিচ্ছে না তৃণমূল
এই দলবদলে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, সাধারণ মানুষের আস্থা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তৃণমূল নেত্রীর ওপর ভর করেই ফল পাওয়া যাবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে।
কৃষক বিক্ষোভের ফায়দা তুলবে ISI, বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি অমরিন্দরের