For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরার ভোটপর্ব মিটতেই বিজেপির টার্গেটে বাংলা, পর পর জনসভা মোদীর

ত্রিপুরার ভোট শেষ হলেই বিজেপির টার্গেটে বাংলা। সেই মতো প্রচারসভাও সাজানো হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের আগে ২৬ মার্চ খড়গপুরে প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরার ভোট শেষ হলেই বিজেপির টার্গেটে বাংলা। সেই মতো প্রচারসভাও সাজানো হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের আগে ২৬ মার্চ খড়গপুরে প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ত্রিপুরার ভোটপর্ব মিটতেই বিজেপির টার্গেটে বাংলা, পর পর জনসভা মোদীর

দীর্ঘদিন ধরেই বিজেপির টার্গেটে পূর্বভারত। অসম দখলের পর সামনের টার্গেট উত্তরপূর্বের ত্রিপুরা, মেঘালয়। পরের টার্গেটে রয়েছে বাংলাও। কেননা প্রতিষ্ঠান বিরোধিতার জেরে উত্তর কিংবা মধ্যভারত থেকে সংসদে আসন সংখ্যা কমতে পারে। তাই টার্গেটে পূর্ব কিংবা উত্তর-পূর্ব ভারত।

গুজরাতে ক্ষমতা দখলে রাখতে পারলেও, পূর্ব এবং উত্তর পূর্ব ভারতই যে তাদের লক্ষ্য সেকথা বারবার বলা হয়েছে বিজেপির তরফে। এবারের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগান 'চলো পাল্টাই'। ত্রিপুরার নির্বাচন পর্ব শেষ হলেই বিজেপির পুরো নজর পড়তে চলেছে বাংলাতেই। কেননা সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন।

মার্চ থেকে মে মাসের মধ্যে রাজ্যে ৯টি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরু করছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্র খড়গপুর দিয়ে। এরপরের সভা বাবুল সুপ্রিয়-র আসানসোলে। তবে প্রধানমন্ত্রী সভার জন্য যে জায়গাগুলিকে বাছা হয়েছে, সেইসব জায়গায় কোনও না কোনও ভাবে বিজেপি আগেকার নির্বাচনগুলিতে বেশি ভোট পেয়েছিল। একনজরে দেখে নেওয়া যাক মোদীর সভার দিন ও স্থান:

  • ২৬ মার্চ, খড়গপুর
  • ৮ এপ্রিল, আসানসোল
  • ১৪ এপ্রিল, মাদারিহাট ও শিলিগুড়ি
  • ১৭ এপ্রিল, কৃষ্ণনগর ও কলকাতা
  • ২২ এপ্রিল, বসিরহাট ও ব্যারাকপুর
  • ২ মে, কোচবিহার

ত্রিপুরার ভোটপর্ব মিটতেই বিজেপির টার্গেটে বাংলা, পর পর জনসভা মোদীর

English summary
Several meetings of PM Modi will be held in West Bengal from March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X