For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত তৃণমূল সাংসদ! প্রভাবশালী নেতার অনুগামীদের যোগ বিজেপিতে

বন্ধু তথা বসিরহাট কেন্দ্রের সাংসদ নুসরত জাহানের বিয়েতে ব্যস্ত যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। এরই মধ্যে যাদবপুরের অন্তর্গত ভাঙড়ে শাসকদলে বড় ভাঙন ধরিয়ে দিল বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

বন্ধু তথা বসিরহাট কেন্দ্রের সাংসদ নুসরত জাহানের বিয়েতে ব্যস্ত ছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। এরই মধ্যে যাদবপুরের অন্তর্গত ভাঙড়ে শাসকদলে বড় ভাঙন ধরিয়ে দিল বিজেপি। প্রায় ৪০০ নেতা কর্মী বৃহস্পতিবার দলবদল করেন। দলবদলকারীদের বেশিরভাগই আরাবুল ইসলামের অনুগত বলে জানা গিয়েছে।

 বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত সাংসদ! প্রভাবশালী নেতার অনুগামীদের যোগ বিজেপিতে

সূত্রের খবর অনুযায়ী, ভাঙড়ে তৃণমূল থেকে বিজেপিতে দলবদলকারীদের মধ্যে রয়েছেন, স্থানীয় নেতা শেখ সাহারুল, প্রবীর ঘোষ, মধুমিতা সাধুখাঁ, ভোগালি-২-এর প্রাক্তন তঋণমূল উপপ্রধান সুশীল মণ্ডল। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপির সভাপতি, জেলা বিজেপির সভানেত্রী-সহ অন্য বিজেপি নেতারা। অনুষ্ঠানে উপস্থিত নেতারা তৃণমূলকে 'তৃণ কাট, মানি মূল' বলেও কটাক্ষ করেন।

সংখ্যালঘু প্রধান এলাকায় সংখ্যালঘুরা বিজেপিতে যোগ দেওয়ার খুশি জেলা বিজেপির সভাপতি। যেভাবে তৃণমূলে ভাঙন ধরছে তাতে কয়েকদিনের মধ্যে তৃণমূল সুপ্রিমো পাগল হয়ে যাবেন বলে মন্তব্য করেন উপস্থিত বিজেপি নেতারা।

[আরও পড়ুন:ভোট ছাড়াই পুর কর্পোরেশনগুলিতে মেয়র! প্রশাসকের মেয়াদ বৃদ্ধি, বিল পাশ বিধানসভায়][আরও পড়ুন:ভোট ছাড়াই পুর কর্পোরেশনগুলিতে মেয়র! প্রশাসকের মেয়াদ বৃদ্ধি, বিল পাশ বিধানসভায়]

সূত্রের খবর অনুযায়ী, এই দলবদল নিয়ে মুখ খুলেছেন আরাবুল ইসলাম। যাঁরা দলবদল করেছেন তাঁদের সুবিধাভোগী, স্বার্থপর বলে বর্ণনা করেছেন তিনি।

[আরও পড়ুন: নীতি আয়োগের 'সংকট' রিপোর্ট! 'জল শক্তি' কতটা নজর কাড়বে, অপেক্ষার প্রহর][আরও পড়ুন: নীতি আয়োগের 'সংকট' রিপোর্ট! 'জল শক্তি' কতটা নজর কাড়বে, অপেক্ষার প্রহর]

English summary
Several leaders from Bhangar under Jadavpur constituency joins BJP from tmc
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X