For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হুগলিতে তৃণমূল 'বড়' ভাঙন ধরাল বিজেপি! পাত্তা দিতে নারাজ ঘাসফুল শিবির

হুগলিতে তৃণমূল 'বড়' ভাঙন ধরাল বিজেপি! পাত্তা দিতে নারাজ ঘাসফুল শিবির

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে লকডাউনের মধ্যেই চলেছে দলবদল। কখনও বিজেপি থেকে তৃণমূলে তো কখনও তৃণমূল থেকে বিজেপিতে। সর্বশেষ ঘটনা হুগলির খানাকুলের। এদিন সেখানকার প্রায় ৫০ জন তৃণমূল নেতা-কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন, দাবি গেরুয়া শিবিরের। যদিও তা পাত্তা দিতে নারাজ তৃণমূল।

রাজনীতি না করার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজনীতি না করার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যে করোনা মোকাবিলাই হোক কিংবা ঘূর্ণিঝড়, মুখ্যমন্ত্রী বারবার বিরোধীদের কাছে অনুরোধ করেছেন, দুঃসময়ে রাজনীতি না করার জন্য। তিনি বলেছেন, এখন ভোটের অনেক সময় বাকি পড়ে রয়েছে। রাজনীতি করার অনের সময় রয়েছে।

বিরোধীদের কটাক্ষ

বিরোধীদের কটাক্ষ

বাম-কংগ্রেস হোক কিংবা বিজেপি, তাদের মতে কোথাও চাপের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী। তাই তাঁর মুখে এমন কথা। যিনি কিনা সব কিছুতেই রাজনীতি করেন, তাঁর মুখে রাজনীতি না করার অনুরোধ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।

খানাকুলে ঘর ভাঙল তৃণমূলের

খানাকুলে ঘর ভাঙল তৃণমূলের

বিজেপির দাবি সোমবার খানাকুলে শাসকদলে ভাঙন ধরানো গিয়েছে। সেখানকার তৃণমূল নেতা রামকৃষ্ণ মাইতির নেতৃত্বে কমপক্ষে ৫০ জন নেতা-কর্মী, তাদের দলে যোগ দিয়েছেন। পাশাপাশি গেরুয়া শিবিরের আরও দাবি এখনও অনেকেই বিজেপিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন প্রতিদিনই। পরবর্তী কয়েকদিনে অনেকেই তৃণমূল ছাড়বেন বলে দাবি করা হয়েছে বিজেপি সূত্রে।

পাত্তা দিতে নারাজ তৃণমূল

পাত্তা দিতে নারাজ তৃণমূল

এই দলবদলকে পাত্তা দিতে নারাজ তৃণমূল। তাদের কটাক্ষ নিজের দলের লোকেদের হাতে পতাকা তুলে দিয়ে ছবি তোলানো হচ্ছে।

সমুদ্র সেতু অভিযান : শ্রীলঙ্কা থেকে ৭০০ জনকে উদ্ধার করতে কলোম্বোতে আইএনএস জলশ্বসমুদ্র সেতু অভিযান : শ্রীলঙ্কা থেকে ৭০০ জনকে উদ্ধার করতে কলোম্বোতে আইএনএস জলশ্ব

English summary
Several leaders and workers og TMC joins BJP in Hoogly's Khananul. Although TMC is reluctant to pay attention.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X