For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাক্তন মন্ত্রী-তৃণমূল বিধায়ক জাকির হোসেনের অফিস-বাড়িতে 'কুবেবের ধন'! আয়কর হানায় উদ্ধার কোটি কোটি টাকা

এবার 'কুবেরের ধন' পাওয়া গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি ও অফিস থেকে। বুধবার তাঁর বাড়ি-অফিস-সহ অন্তত ২৮ টি জায়গায় তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর। কেন্দ্রীয় এই

  • |
Google Oneindia Bengali News

এবার 'কুবেরের ধন' পাওয়া গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি ও অফিস থেকে। বুধবার তাঁর বাড়ি-অফিস-সহ অন্তত ২৮ টি জায়গায় তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর। কেন্দ্রীয় এই সংস্থা সূত্রে খবর, তল্লাশিতে ১১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

 ১০ ঘন্টার বেশি তল্লাশি

১০ ঘন্টার বেশি তল্লাশি

বুধবার সন্ধের কিছু পরে, মুর্শিদাবাদের জঙ্গিপুরে জাকির হোসেনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে বেরিয়ে যায় আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার সকালে সামশেরগঞ্জের শ্রুতি এলাকায় হানা দেয় আয়কর দফতর। আনন্দ বিড়ি ফ্যাক্টরি, বিজলি বিড়ি ফ্যাক্টরি, সুতির শিব বিড়ি ফ্যাক্টরিতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। সাতটা নাগাদ তল্লাশি চালিয়ে বেরিয়ে যান আয়কর আধিকারিকরা। সূত্রের খবর অনুযায়ী, দিল্লি-কলকাতা-মুর্শিদাবাদ মিলিয়ে অন্তত ২৮ টি জায়গায় একই সঙ্গে তল্লাশি চালায় আয়কর দফতর। কোনও কোনও জায়গায় এদিন সকাল পর্যন্ত তল্লাশি চলে বলে জানা গিয়েছে।

ইঙ্গিত মিলেছিল জাকির হোসেনের কথাতেই

ইঙ্গিত মিলেছিল জাকির হোসেনের কথাতেই

আয়কর আধিকারিকরা বেরিয়ে যেতেই সাংবাদিকদের সামনে আসেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ব্যবসায়ী হওয়ায় বাড়ি ও অফিসে এসেছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। তিনি যেমন আয়কর আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করেছেন, ঠিক তেমনই তাঁরা সহযোগিতা করেছেন বলে সেই সময় জানিয়েছিলেন জাকির হোসেন। ব্যবসায়ী হওয়ায় আতক দফতর আসতেই পারে, বলেছিলেন তিনি। কর দিয়ে ব্যবসা করেন বলে জানিয়ে জাকির হোসেন বলেছিলেন, মুর্শিদাবাদের মধ্যে তিনি সব থেকে বড় কর দাতা। তবে তিনি ইঙ্গিত করে বলেছিলেন, ব্যবসায়ী হওয়ায় উনিশ-বিশ হতেই পারে।

বাজেয়াপ্ত অন্তত ১১ কোটি

বাজেয়াপ্ত অন্তত ১১ কোটি

আয়কর দফতর সূত্রে খবর, জাকির হোসেনের সঙ্গে সম্পর্কিত অন্তত ২৮ টি জায়গায় করা তল্লাশিতে ১১ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তেলকল, চালকল, বাড়ি, বিড়ির কারথানায় চলা তল্লাশি অভিযানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। প্রত্যেকটি জায়গাতেই ছিল কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, একটি জায়গা থেকেই ন-কোটি টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া টাকা হিসেবের সঙ্গে সম্পর্কিত নয় বলেও মনে করছেন আয়কর আধিকারিকরা। সেক্ষেত্রে টাকার উৎস সম্পর্কে তদন্ত করে দেখা হচ্ছে। এই টাকার সঙ্গে পাচারকারী কিংবা কোন হাওলা যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। টাকা লুকনো রয়েছে, সেই সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই এই অভিযান চলে বলে, আয়কর দফতর সূত্রে খবর।

২০২১-এর নির্বাচনের আগে বিস্ফোরণে আহত হয়েছিলেন জাকির

২০২১-এর নির্বাচনের আগে বিস্ফোরণে আহত হয়েছিলেন জাকির

উল্লেখ করা প্রয়োজন, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে ১৭ ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে জখম হয়েছিলেন জাকির হোসেন। সেই পরিস্থিতিতেও, বড় ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি। তবে রাজ্য মন্ত্রিসভায় জায়গা পাননি। তৃণমূলের তরফে আয়কর অভিযানের মাধ্যমে জাকির হোসেনকে ভয় দেখানো হচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি তৃণমূলের দাবি বিজেপি নেতাদের বাড়িতে হানা দিলে এর থেকে অনেক বেশি টাকা উদ্ধার হবে।

স্বামীজি বেঁচে থাকলে বাংলা থেকে প্রস্থান করতেন! প্রতিদ্বন্দ্বী কে, স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারীস্বামীজি বেঁচে থাকলে বাংলা থেকে প্রস্থান করতেন! প্রতিদ্বন্দ্বী কে, স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী

English summary
Several crores of Rupees recovers from TMC MLA Jakir Hossain's house and office by Income Tax
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X