For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার হুঁশিয়ারির পরেও রাশ আলগা কেষ্ট মন্ডলের ! দিকে দিকে সংঘর্ষে উত্তপ্ত সবুজ-গড়

ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত লালমাটির জেলা বীরভূমে।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত লালমাটির জেলা বীরভূমে। সদাইপুর, পাড়ুই, খয়রাশোল থানা ‌এলাকায় শুক্রবার রাত‌ থেকে শুরু হওয়া এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। এই জন্য একে অপরকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি।

 মমতার হুঁশিয়ারির পরেও রাশ আলগা কেষ্টর ! দিকে দিকে সংঘর্ষে উত্তপ্ত সবুজ-গড়

ভোটের দিন ‌গণনার দিন থেকেই রাজনৈতিক ‌সংঘর্ষ শুরু হয়েছে ‌বীরভূম জেলায়। জেলার ‌দুটি‌ আসনেই তৃণমূল কংগ্রেস ‌জয়ী হয়েছে। তারপরও ‌রাজনৈতিক সংঘর্ষ ‌অব্যাহত অনুব্রত মণ্ডলের জেলায়। সদাইপুর থানার হাজরাপুরে তৃণমূল কংগ্রেসের লোকেরা তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপি নেতা রামকৃষ্ণ রায়ের। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের লোকেরা ‌তাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। ‌এমনকী বোমাবাজি করেছে ও ‌মহিলাদের মারধর ‌করেছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের নেতা ‌অভিজিত সিনহার ‌দাবি, পাড়ুই ‌থানার জিনাইপুর ‌গ্রামে তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করে বিজেপি। হামলা ‌করা হয় তাদের ‌কর্মীদের ওপরেও।

বোমাবাজির ‌অভিযোগ খয়রাশোল‌ এলাকাতেও। পাশাপাশি ‌কাঁকরতলা‌ থানা ‌এলাকায় এক তৃণমূল কংগ্রেস নেতার খামার বাড়িতে ‌বোমা বিস্ফোরণ ঘটে। ওই ‌নেতার বাড়িতে ‌বোমা মজুত‌ ছিল বলে অভিযোগ।‌ পুলিশ জানিয়েছে, তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

English summary
Several clashes are happened in Birbhum in last 24 hours among BJP and TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X