For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ধমানে ৪ বছরের শিশুর অস্ত্রোপচার! পেট থেকে যা বের হল তাতে চমকে যাবেন

বর্ধমান মেডিক্যালে ৪ বছরের শিশুর পেটে সফল অস্ত্রোপচার। পেট থেকে বের হল ২০৩ টি কুলের বীজ, একটি নাটবল্টু, বেশ কিছু কাপড়ের টুকরো ও মাটি। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

  • |
Google Oneindia Bengali News

বর্ধমান মেডিক্যালে ৪ বছরের শিশুর পেটে সফল অস্ত্রোপচার। পেট থেকে বের হল ২০৩ টি কুলের বীজ, একটি নাটবল্টু, বেশ কিছু কাপড়ের টুকরো ও মাটি। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বর্ধমানে ৪ বছরের শিশুর অস্ত্রোপচার! পেট থেকে যা বের হল তাতে চমকে যাবেন

৩-৪ মাস আগে সমস্যা শুরু হয়েছিল ৪ বছরের জীবন রুইদাসের। হুগলির শ্যামবাজারের বাসিন্দা ওই শিশুর পেটে ব্যথার সঙ্গে পেট শক্ত হয়ে যাচ্ছিল। পায়খানায় হচ্ছিল না। প্রথমে আরামবাগ মহকুমা হাসপাতালে এক্স রে করা হয়। এরপর সেখানকার চিকিৎসকরা শিশু-সহ অভিভাবকদের পাঠিয়ে দেন বর্ধমান মেডিক্যাল কলেজে।

১৪ অগাস্ট শিশুটিকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। চলতে থাকে চিকিৎসা। চিকিৎসকরা অনুমান করেন, পেটে শক্ত কিছু রয়েছে। শিশুটিকে ভর্তি করে নেওয়া হয় সেখানে। নানা পরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

২৫ অগাস্ট নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে দশজনের চিকিৎসকদল এই অস্ত্রোপচার করেন। ২০৩ টি কুলের বীজ, নাটবল্টু পাওয়ার পর তাজ্জব হয়ে যান চিকিৎসকরা।

শিশুটির অভিভাবকরা জানিয়েছেন, বাড়ির কাছেই একটি কুল গাছ রয়েছে। সেখান থেকেই সে কুল খেতে পারে। মাটি মুখে দিতে তারা দেখেছেন বলে জানিয়েছেন। কিন্তু পেট থেকে যে পরিমাণ মাটি পাওয়া গিয়েছে, সেটা একটু অস্বাভাবিক লেগেছে চিকিৎসকদের।

চিকিৎসকদের অনুমান, শিশুটি মানসিকভাবে সুস্থ নয়। সুস্থ হওয়ার পর বর্ধমান মেডিক্যালে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

English summary
Several chinese dates getting out of the stomach of a child in Bardhaman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X