For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোয় তৃণমূলকে টেক্কা দিতে নয়া উপায়! দুর্গাপুজোর পাশাপাশি গণেশ পুজোতেও বিজেপির তারকা সমাবেশ

শুধু দুর্গাপুজোই নয়, দুর্গাপুজোর আগে গণেশ পুজোতেও নিজেদের উপস্থিতি বড় করে জানান দিল রাজ্য বিজেপি নেতৃত্ব। রবিবার শহর ও শহরতলীর একাধিকজায়গায় গণেশ পুজোর উদ্বোধন হয়।

  • |
Google Oneindia Bengali News

শুধু দুর্গাপুজোই নয়, দুর্গাপুজোর আগে গণেশ পুজোতেও নিজেদের উপস্থিতি বড় করে জানান দিল রাজ্য বিজেপি নেতৃত্ব। রবিবার শহর ও শহরতলীর একাধিক জায়গায় গণেশ পুজোর উদ্বোধন হয়। সেই সব অনুষ্ঠানে দিলীপ ঘোষ, মুকুল রায়, ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়ের মতো নেতারা।

পুজো উদ্বোধনে শীর্ষ নেতাদের তালিকা

পুজো উদ্বোধনে শীর্ষ নেতাদের তালিকা

কলকাতার পাশাপাশি শহরতলীর একাধিক বড় পুজোর কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা সেরে ফেলেছেন বিজেপির রাজ্য নেতারা। সূত্রের খবর অনুযায়ী, সেই সব পুজোয়
বিজেপির কোন শীর্ষ নেতারা উপস্থিত থাকতে চলেছেন, তাও প্রায় ঠিক হয়ে গিয়েছে। বহু নেতার কাছে আমন্ত্রণও পৌঁছে গিয়েছে। তালিকায় যেসব নেতারা রয়েছেন, তাঁরা হলেন
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা, বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, অরবিন্দ মেনন এবং কৈলাস বিজয়বর্গীয়।

গণেশ পুজোতে জনসংযোগ

গণেশ পুজোতে জনসংযোগ

রাজ্যের বিভিন্ন প্রান্তে গণেশ পুজোর প্রস্তুতি চলছে। বেশ কয়েকটি পুজোর উদ্বোধনও হয়ে গিয়েছে, বিজেপির শীর্ষনেতাদের অনেক পুজোর উদ্বোধনে দেখা গিয়েছে।

দুর্গাপুজোকে সামনে রেখে জনসংযোগ

দুর্গাপুজোকে সামনে রেখে জনসংযোগ

দুর্গাপুজোকে সামনে রেখে জনসংযোগের কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপির মহিলা মোর্চা। দুয়ারে দুয়ারে পদ্মের আগমণী, নামে কর্মসূচি দিয়ে রবিবার জনসংযোগের প্রস্তুতি শুরু করে দিয়েছেন
লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য বিজেপির মহিলা মোর্চা। জন সম্পর্কের পাশাপাশি মোদী সরকারের সাফল্য বাড়ি বাড়ি পৌঁছে দেওয়াও এই কর্মসূচিতে রাখা হয়েছে। পুজোর আগেই রয়েছে মোদীর জন্মদিন। সেদিকে লক্ষ্য রেখে ১৪ সেপ্টেম্বর থেকে
২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি যাবেন মহিলা মোর্চার কর্মীরা। প্রচার চালানো হবে ৩৭০ ধারা বাতিল নিয়ে।

<strong>[আরও পড়ুন: ২০১৯ গণেশ চতুর্থীতে পড়ছে এক শুভ যোগ! যাবতীয় ভালো কাজ সেরে ফেলুন এই সময়ে ]</strong>[আরও পড়ুন: ২০১৯ গণেশ চতুর্থীতে পড়ছে এক শুভ যোগ! যাবতীয় ভালো কাজ সেরে ফেলুন এই সময়ে ]

[আরও পড়ুন:অবিজেপি রাজ্য কার্যকর করল না ট্রাফিক আইন][আরও পড়ুন:অবিজেপি রাজ্য কার্যকর করল না ট্রাফিক আইন]

English summary
Several BJP leaders will be active in Ganesh Puja in West Bengal except Durga Puja. Sources said, except Dilip Ghosh and Mukul Roy Kailash Vijaybarghiya also present.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X