For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর ২৪ পরগনায় বিজেপিতে বড় ভাঙনের আশঙ্কা, 'বেসুরো' একের পর এক মুকুল অনুগামী

মুকুল রায় (mukul roy) তৃণমূলে (trinamool congress) ফেরার পরেই 'বেসুরো' হতে শুরু করেছেন, নিজের জেলায় বিজেপিতে (bjp) থাকা তাঁর অনুগামীরা। সরাসরিই মুকুল রায়ের প্রশংসা করেছেন তাঁরা। অন্যদিকে বিজেপির তরফেও শৃঙ্খলা ভঙ্গ

  • |
Google Oneindia Bengali News

মুকুল রায় (mukul roy) তৃণমূলে (trinamool congress) ফেরার পরেই 'বেসুরো' হতে শুরু করেছেন, নিজের জেলায় বিজেপিতে (bjp) থাকা তাঁর অনুগামীরা। সরাসরিই মুকুল রায়ের প্রশংসা করেছেন তাঁরা। অন্যদিকে বিজেপির তরফেও শৃঙ্খলা ভঙ্গে অভিযোগ আনার তোড়জোড় শুরু হয়েছে। ফলে ফলাফল ভবিষ্যতের ওপরেই ছেড়েছেন ওইসব নেতানেত্রীরা।

কাজের সুযোগ না পাওয়ার অভিযোগে পদত্যাগ

কাজের সুযোগ না পাওয়ার অভিযোগে পদত্যাগ

ইতিমধ্যে দল না ছাড়লেও বনগাঁর সাংগঠনিক জেলার সহ সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল রায় ঘনিষ্ঠ তপন সিনহা। এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে জানিয়েছেন, মুকুল রায় তাঁর রাজনৈতিক গুরু। মুকুল রায়ের সঙ্গেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। দলে থেকে কাজ করতে না পারার কথাও তিনি জানিয়েছেন ভিডিও বার্তায়। তাঁর দল ছাড়ার ব্যাপের জল্পনা তৈরি হলেও, এখনই ভবিষ্যত নিয়ে কিছুই বলেননি তপন সিনহা।

বেসুরো বাগদার বিজেপি বিধায়ক

বেসুরো বাগদার বিজেপি বিধায়ক

আগে ছিলেন বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পরে বিশ্বজিৎ দাসও গেরুয়া শিবিরের পথ ধরেছিলেন। তবে মাঝে মধ্যে কথনও বিধানসভায় কখনও অন্য কোনও জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। আর মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়া পরে তিনি বলছেন, মুকুল রায়ের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক আর মমতা-অভিষেকের সঙ্গেও তাঁর ভাল সম্পর্কে। তবে রাজনৈতিকভবিষ্যৎ সম্পর্কে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলেই জানিয়েছেন বিশ্বজিৎ দাস।

 বেসুরো সুনীল সিং

বেসুরো সুনীল সিং

উত্তর ২৪ পরগনার রাজনীতিতে মুকুল রায় ঘনিষ্ঠ পরেই পরিচিত হলেও, অর্জুন সিং-এর আত্মীয়ও তিনি। একটা সময়ে গারুলিয়া পুরসভার চেয়ারম্যান ছাড়াও নোয়াপাড়ার বিধায়কও ছিলেন। কিন্তু এবারের ভোটে জিততে পারেননি। মুকুল রায়ের তৃণমূলে ফেরার পরেই তিনি মুকুল রায়ের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। বলেছেন, মুকুল রায়ের হাত ধরেই ২০০৯ সালে তৃণমূলে যেগ দিয়েছিলেন। তবে ভবিষ্যতে কী হতে চলেছে তিনি তা স্পষ্ট না করলেও, মুকুল রায়ের বিজেপি ত্যাগে দলের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

দিলীপ ঘোষের বৈঠকে একাধিক জনপ্রতিনিধির অনুপস্থিতি

দিলীপ ঘোষের বৈঠকে একাধিক জনপ্রতিনিধির অনুপস্থিতি

শুক্রবার দিলীপ ঘোষ বনগাঁয় সাংগঠনিক বৈঠক করেন। সেখানে উপস্থিত না থাকা বাগদার বিধায়ক তো মুকুল রায়, মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আগেই অনুগত্য প্রকাশ করেছেন। ব্যক্তিগত কারণে দিলীপ ঘোষের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন। অন্যদিকে বৈঠকে ছিলেন না বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। এছাড়াও বৈঠকে ছিলেন না তাঁর ভাই গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর এবং বনগাঁ উত্তরের অশোক কীর্তনিয়াও। শেষ তিনজনের অবস্থান সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

মুকুল রায় তৃণমূলে ফিরতেই বিজেপিতে বড় ভাঙনের আশঙ্কা বীরভূমে, 'গোয়ালে' ফিরতে অনুব্রতের মুখ চেয়ে যাঁরামুকুল রায় তৃণমূলে ফিরতেই বিজেপিতে বড় ভাঙনের আশঙ্কা বীরভূমে, 'গোয়ালে' ফিরতে অনুব্রতের মুখ চেয়ে যাঁরা

English summary
Several BJP leaders of North 24 Parganas wants to join TMC after Mukul Roy's joining
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X