For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সপ্তম দফার ভোটের 'কুরুক্ষেত্রে' নজর কাড়ছেন কোন হেভিওয়েটরা

সপ্তম দফার ভোটের 'কুরুক্ষেত্রে' নজর কাড়ছেন কোন হেভিওয়েটরা

  • |
Google Oneindia Bengali News

করোনার জেরে একদিকে দেশজুড়ে করুণ পরিস্থিতি। রোগযন্ত্রণায় মানুষের আর্তনাদের মাঝেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সপ্তম দফার ভোট পর্ব শুরু হবে রাত পোহালেই। এই দফার ভোটে একাধিক তারকা প্রার্থীর ভোট ভাগ্য নির্ধারণ হতে চলেছে আগামীকাল। দেখে নেওয়া যাক সপ্তম দফার ভোটের কিছু খুঁটিনাটি তথ্য ও হেভিওয়েট প্রার্থীদের।

 ৩৪ আসনে সপ্তম দফার ভোট

৩৪ আসনে সপ্তম দফার ভোট

ভোট পর্ব ঘোষণার আগে সপ্তম দফায় ৩৬ আসনে ভোট হওয়ার কথা ছিল। তবে , মুর্শিদাবাদের সমরেশগঞ্জ ও জঙ্গিপুর আসনে দুই প্রার্থীর মৃত্যুর জেরে সেখানের ভোট ১৬ মে হবে বলে জানানো হয়েছে। ফলে সপ্তম দফায় ২৬ এপ্রিল ৩৪ আসনে ভোট হবে।

 ৩৪ আসনে কোথায় কোথায় হবে ভোট?

৩৪ আসনে কোথায় কোথায় হবে ভোট?

৩৪ আসনে মালদা , মুর্শিদাবাদ,পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুরের আলনগুলিতে ভোট হবে। ২৬ এপ্রিলের ভোটে থাকছে কুমারগঞ্জ, বালুরঘাট, তপন (এসটি), গঙ্গারামপুর (এসসি), হরিরামপুর, হবিবপুর (এসটি), গাজোল (এসসি), চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া, ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম (এসসি), কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনী এলাকা।

ভবানীপুরের শোভনদেব বনাম রুদ্রনীল

ভবানীপুরের শোভনদেব বনাম রুদ্রনীল

সপ্তম দফার ভোটে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। খোদ মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র বলে পরিচিত এই আসনে এবার তৃণমূলের তুরুপের তাস শোভনদেব চট্টোপাধ্যায়। গত লোকসভা ভোটে এই এলাকায় বিজেপির দাপট অব্যাহত ছিল। সেই জায়গা থেকে এই এলাকায় এবার বিজেপির টিকিটে লড়ছেন সদ্য তৃণমূলত্যাগী রুদ্রনীল ঘোষ।

বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় করোনা আক্রান্ত, টুইট করে জানালেন স্ত্রীর সংক্রমণের কথাওবিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় করোনা আক্রান্ত, টুইট করে জানালেন স্ত্রীর সংক্রমণের কথাও

ফিরহাদ বনাম অবোধ কিশোর

ফিরহাদ বনাম অবোধ কিশোর

এদিকে কলকাতা বন্দর কেন্দ্রে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে লড়ছেন অবোধ কিশোর গুপ্তা। এই কেন্দ্র ফিরহাদের শক্ত ঘাঁটি। আর সেখান থেকে ফের একবার গড় ধরে রাখার লড়াইয়ে কলকাতার প্রাক্তন মেয়র।

সুব্রত বনাম ফুয়াদ

সুব্রত বনাম ফুয়াদ

বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় লড়াইয়ে নামছেন। তাঁর বিরুদ্ধে রয়েছেন বামেদের তরফে সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম। বাম রাজনীতিতে পোড় খাওয়া নেতা তথা বিশিষ্ট চিকিৎসক ফুয়াদ হালিমের সঙ্গে বঙ্গ রাজনীতির পোড় খাওয়া নেতা সুব্রত মুখোপাধ্যায়ের টক্কর রয়েছে সপ্তম দফায়।

ঐশী থেকে জিতেন্দ্ররা কাড়ছেন নজর

ঐশী থেকে জিতেন্দ্ররা কাড়ছেন নজর

প্রসঙ্গত, পশ্চিমবর্দমানের জামুড়িয়ার এবার সংযুক্ত মোর্চার প্রার্থী বামেদের তাবড় নাম ঐশী ঘোষ। অন্যদিকে, কয়লা বলয়ের পাণ্ডবেশ্বরে এবার নিজের এলাকায় বিজেপির টিকিটে ভোট ময়দানে নামছেন জিতেন্দ্র তিওয়ারি।

সায়নী বনাম অগ্নিমিত্রা

সায়নী বনাম অগ্নিমিত্রা

সপ্তম দফার ভোটে নজর কাড়ছে আসানসোল দক্ষিণ কেন্দ্র। টলিউড তারকা সায়নী ঘোষ এখানে তৃণমূলের প্রার্থী। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে রয়েছেন বিজেপির নেত্রী তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল।

ভাগ্য নির্ধারিত হবে মলয় ঘটক থেকে অশোক লাহিড়ির

ভাগ্য নির্ধারিত হবে মলয় ঘটক থেকে অশোক লাহিড়ির

এদিকে, আসানসোল উত্তরে ভাগ্য নির্ধারিত হবে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের। অন্যদিকে বালুরঘাট আসনে লড়াইয়ে নামবেন বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ি। তিনি বিজেপির টিকিটে লড়ছেন সেখানে।

English summary
Seventh Phase Election of West Bengal, know the key candidates and constiuencies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X