For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাতদিনের কড়া লকডাউন কনটেইনমেন্ট জোনে, কী কী বন্ধ থাকছে জেনে নিন

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার থেকে কনটেইনমেন্ট জোনে সাতদিনের কড়া লকডাউন জারি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবারই এই ঘোষণা করে রাজ্য সরকার। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরই সরকার এই পদক্ষেপ করেছে।

কবে থেকে হচ্ছে লকডাউন জেনে নিন

কবে থেকে হচ্ছে লকডাউন জেনে নিন

৯ জুলাই বিকেল পাঁচটা থেকে কনটেইনমেন্ট জোনে কড়া লকডাউন জারি হয়ে যাবে যা চলবে ১৬ জুলাই পর্যন্ত। লকডাউন ঘোষণা করার পর স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্যের কনটেইনমেন্ট জোন এবং তাদের চারপাশের বাফার অঞ্চলগুলি একত্রিত করে ক্লাব করা হবে এবং একটি ‘‌ব্রড-বেসড'‌ কনটেইনমেন্ট জোন গঠন করা হবে যেখানে সম্পূর্ণ লকডাউন কার্যকর হবে। আলাপন বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ জারি করে বলেন, ‘এই বিশাল কনটেইনমেন্ট জোনে কড়া লকডাউন জারি করা হবে এবং এর আওতায় থাকা সব অফিস, সরকারি ও বেসরকারি, সব অপ্রয়োজনীয় কার্যকলাপ, ধর্মসভা, যান চলাচল এবং সব বাজার, ইন্ডাস্ট্রিয়াল ও ব্যবসা সংক্রান্ত সবকিছু বন্ধ রাখা হবে।'

কনটেইনমেন্ট জোনে কী কী বন্ধ থাকছে

কনটেইনমেন্ট জোনে কী কী বন্ধ থাকছে

দেখে নেওয়া যাক লকডাউনের সময় কী কী বন্ধ থাকছে রাজ্যে

১)‌ সরকারি ও বেসরকারি দপ্তর

২)‌ সব অপ্রয়োজনীয় কার্যকলাপ

৩)‌ সব ধর্মসভা

৪)‌ সব যান চলাচল

৫)‌ সব বাজার/‌ইন্ডাস্ট্রিয়াল/‌ব্যবসায়িক কার্যকলাপ

সরকারি–বেসরকারি অফিসে যাওয়া বন্ধ

সরকারি–বেসরকারি অফিসে যাওয়া বন্ধ

নির্দেশে বলা হয়েছে, কনটেইনমেন্ট জোনের বাসিন্দাদের ছাড় দেওয়া হতে পারে এবং সরকারি ও বেসরকারি অফিসে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রয়োজনীয় জিনিস হোম ডেলিভারির মাধ্যমে

প্রয়োজনীয় জিনিস হোম ডেলিভারির মাধ্যমে

স্থানীয় প্রশাসন চেষ্টা করছে কনটেইনমেন্ট এলাকার বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় জিনিস হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া।

২৫টি কনটেইনমেন্ট জোন কলকাতায়

২৫টি কনটেইনমেন্ট জোন কলকাতায়

কলকাতায় ২৫টি কনটেইনমেন্ট জোন রয়েছে। সেগুলির মধ্যে ভবানিপুর, আলিপুর, টালিগঞ্জ, পন্ডিতিয়া রোড, মুকুন্দপুর, গড়িয়াহাট, লেক রোড, উল্টোডাঙা, কাঁকুড়গাছি, বেলেঘাটা, ফুলবাগান, হাডকো, বিজয়গড়, যাদবপুর, নিউ আলিপুর, কসবা, অজয়নগর ও বাগবাজার উল্লেখযোগ্য।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজারের বেশি

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজারের বেশি

মঙ্গলবার পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৮৫০টি, বাংলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩,৮৩৭। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার আরও ২৫ জনের মৃত্যুর পর রাজ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮০৪। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭,২৪৩, এছাড়া রাজ্যে ১৫,৭৯০ জন রোগী সুস্থ হয়ে উঠেছে। মঙ্গলবার নতুন করে ৫৫৫ রোগী মারণ করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন।

English summary
A seven-day strict lockdown is being imposed in Kolkata's containment zone from Thursday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X