For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় দুর্ঘটনায় চূড়ান্ত গাফিলতি ছিল রাজ্যের, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দুর্ঘটনা ঘটে। যার জেরে বেশ কিছু মানুষ আহত হন। গত মাসের ১৬ তারিখের এই ঘটনায় তদন্ত নেমে চাঞ্চল্যকর তথ্য সামনে এল।

  • |
Google Oneindia Bengali News

মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দুর্ঘটনা ঘটে। যার জেরে বেশ কিছু মানুষ আহত হন। গত মাসের ১৬ তারিখের এই ঘটনায় তদন্ত নেমে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। দেখা গিয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সহ সমস্ত আয়োজনের ক্ষেত্রে রাজ্য সরকারের চূড়ান্ত গাফিলতি ছিল। শুধু নিরাপত্তার আয়োজন ঠিকভাবে করা হয়নি তাই নয়, প্রধানমন্ত্রী কোনও জায়গায় গেলে সমস্ত ব্যবস্থা ঠিক রাখতে যে ব্লু বুক মানা হয়, সেটাও মানা হয়নি।

মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় দুর্ঘটনায় চূড়ান্ত গাফিলতি ছিল রাজ্যের, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

উচ্চ পর্যায়ের কমিটির রিপোর্টে দেখা যাচ্ছে, জেলার প্রশাসন ও পুলিশ কর্তারা মোদী আসছেন জেনেও দর্শকের ভূমিকা পালন করেছেন অথবা নিজেদের দায়িত্ব এড়িয়ে গিয়েছেন। কেউ মোদীর সভাস্থলে ছিলেন না। জেলাশাসক ছিলেন না। অন্য জেলার পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুরের সুপার ছিলেনই না।

কেন্দ্রীয় তদন্তকারী দলের কথায়, এই ঘটনা নজিরবিহীন। প্রধানমন্ত্রী কোনও জেলায় গেলে সেখানকার জেলাশাসক হাজির থাকেন। বিশেষ করে জনসভায় গেলে তো অবশ্যই। এই ক্ষেত্রে তা ঘটেনি। সকলে নিজের দায়িত্ব এড়িয়ে গিয়েছেন।

এমনকী ডিআইজি বা আইজি পদমর্যাদার কাউকেই দেখা যায়নি। শামিয়ানা ভেঙে যাওয়ার খবর পেয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছন।

শুধু তাই নয়, মোদীর সভার আগে নিরাপত্তা নিয়ে কোনও ড্রেস রিহার্সালও করা হয়নি। এমনকী উদ্যোক্তাদের সঙ্গে স্থানীয় প্রশাসন কোনও যোগাযোগও করেনি। ঘটনাস্থলে থাকা পুলিশ আধিকারিকেরা শামিয়ানার উপরে মানুষ উঠলেও তাদের বাধা দেননি। যার ফলে এই দুর্ঘটনা ঘটে। সবমিলিয়ে মোট ৯০ জন আহত হন।

English summary
Serious security lapses on part of West Bengal govt in tent collapse at PM Modi rally at Midnapore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X