For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাওড়া স্টেশন কিংবা কলকাতা বিমানবন্দর, সেলফি তোলার জন্য থাকছে এই ব্যবস্থা

পশ্চিমবঙ্গের দুটি বিমানবন্দরে 'সেলফি জোন' এনে এবার থেকে এই পরিষেবা দিল রাজ্যসরকার।

  • |
Google Oneindia Bengali News

এবার থেকে কলকাতা বা বাগডোগরা বিমানবন্দর ছাড়ার আগে, বিমানবন্দরে নেওয়া আপনার সেলফি আপনার বন্ধুবান্ধবদের জানিয়ে দেবে বাংলার প্রতি আপনার কতটা টান। সেলফিতে ফুটে উঠবে পুরুলিয়ার ছৌ নাচের ছবি থেকে টয়ট্রেন তথা 'ভালোবাসি বাংলা' ক্যাপশান। পশ্চিমবঙ্গের এই দুটি বিমানবন্দরে 'সেলফি জোন' এনে এবার থেকে এই পরিষেবা দিল রাজ্য়সরকার।

হাওড়া স্টেশন কিংবা কলকাতা বিমানবন্দর, সেলফি তোলার জন্য থাকছে এই ব্যবস্থা

শুধু বিমানবন্দর নয়, রাজ্যের রেলস্টেশনগুলিতেও পাওয়া যাবে সেলফি জোন। হাওড়া, শিয়ালদহ, শান্তিনিকেতন, কলকাতা স্টেশনে থাকবে 'সেলফি জোন'। সেলফি-র মাধ্যমেই এবার থেকে জানা যাবে আপনার অবস্থান। এর সঙ্গে বিভিন্ন রেলস্টেশন ও বিমানবন্দরে থাকছে 'হেল্প ডেস্ক'।

জানা গিয়েছে, সেলফিতে ক্যাপশান হিসাবে থাকতে চলেছে জীবনান্দ বা রবীন্দ্রনাথের নানা সাহিত্যের বিশেষ লাইন। বেশ কয়েকদিন ধরেই বাগডোগরায় সেলফি জোন-এ ছবি তোলার ঢল নেমেছে।এদিকে, কলকাতা বিমানবন্দরের সংস্কারের পর, চাকচিক্যে ভরপুর বিমানবন্দরে বাংলা হরফ লেখা জায়গাকে ব্যাকগ্রাউন্ডে রেখে অনেকেই সেলফি তুলেছেন। এবার তাঁদের কথা মাথায় রেখে আরও সুন্দর সেলফি জোন এনে দিচ্ছে রাজ্য সরকার।

English summary
selfie zones are bow in airport and rail stations in west bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X