For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত নির্বাচনে ১৮ শতাংশ বুথ স্পর্শকাতর,ভিন রাজ্য থেকে ঢুকছে নিরাপত্তা বাহিনী,জানুন বিস্তারিত

আজই পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচারের শেষ দিন। শনিবার বিকেল ৫ টা পর্যন্ত চলবে ভোটপ্রচার ,তাই শেষ মুহুর্তের ব্যস্ততায় বিভিন্ন এলাকার প্রার্থীরা। এদিকে, ভোটপ্রস্তুতি ঘিরে তুঙ্গে নিরাপত্তা।

  • |
Google Oneindia Bengali News

আজই পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচারের শেষ দিন। শনিবার বিকেল ৫ টা পর্যন্ত চলবে ভোটপ্রচার ,তাই শেষ মুহুর্তের ব্যস্ততায় বিভিন্ন এলাকার প্রার্থীরা। এদিকে, ভোটপ্রস্তুতি ঘিরে তুঙ্গে নিরাপত্তা। রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ঠেকাতে বদ্ধপরিকর প্রশাসন। এবিষয়ে হাইকোর্টের কড়া নির্দেশও রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ১৮ শতাংশ বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনে ১৮ শতাংশ বুথ স্পর্শকাতর,ভিন রাজ্য থেকে ঢুকছে নিরাপত্তা বাহিনী,জানুন বিস্তারিত

[আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচনের আগে শালবনীতে উদ্ধার ল্যান্ডমাইন, মিলেছে মাওবাদী পোস্টার][আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচনের আগে শালবনীতে উদ্ধার ল্যান্ডমাইন, মিলেছে মাওবাদী পোস্টার]

পঞ্চায়েত নির্বাচনেরমোট ৪৭ হাজার ৪৫১টি বুথের মধ্যে ১৮ শতাংশ স্পর্শকাতর বলে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ১১ শতাংশ অতি স্পর্শকাতর এবং ৭ শতাংশ কম স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ ৮ হাজার ৬৪০টি বুথ স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়ে গিয়েছে। প্রতি বুথেই একজন করে সশস্ত্র পুলিস এবং একজন করে লাঠিধারী কনস্টেবল থাকবেন। যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে দুটি বুথ তাকবে সেখানে মোতায়েন করা হবে সশস্ত্র পুলিশ ও লাঠিধারী কনস্টেবল। নির্বাচন কমিশন জানিয়েছে, পঞ্চায়েত ঘিরে নিরাপত্তা থাকছে ত্রিস্তরীয়।

এদিকে, রাজ্যপুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিন রাজ্য থেকে ১৮ কম্পানি সশস্ত্র পুলিশ আনা হবে রাজ্যে। সিকিম থেকে চার কোম্পানি এবং তেলেঙ্গানা থেকে দুই কোম্পানি, ওড়িশা থেকে দুই কোম্পানি এবং অন্ধ্রপ্রদেশ থেকে এক হাজার পুলিস কর্মী আসছে। এজন্য ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ , তেলাঙ্গানা সরকারকে চিঠি পাঠায় রাজ্য সরকার। বাহিনীর মধ্যে থাকছেন মাওদমনে বিশেষ পারদর্শী নিরাপত্তাকর্মীরাও। বিভিন্ন রাজ্য থেকে নিরাপত্তা কর্মীরা আসতে যেমন শুরু করে দিয়েছেন, তেমনই শুরু হয়েছে তাঁদের রুটমার্চ। আজ বিকেলের পর থেকে রাজ্যে বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে বাহিনীকে।

English summary
Security forces started coming from andhra , telangana before Panchayat polls in west bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X