For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুই বাংলার সিদ্ধান্তে বিসর্জনে বন্ধ সৌভাতৃত্বের মিলন

দুই বাংলার ভাসানে এবারেও এবারেও বিষাদের সুর। বিজয়া দশমীতে ইছামতীর বুকে মিলবে না দুই বাংলার নৌকা।

  • |
Google Oneindia Bengali News

দুই বাংলার ভাসানে এবারেও এবারেও বিষাদের সুর। বিজয়া দশমীতে ইছামতীর বুকে মিলবে না দুই বাংলার নৌকা। ফলে দুই দেশের সৌভাতৃত্বের বন্ধন অটুট থাকলেও ইছামতীতে জল সীমান্ত অতিক্রম করে মিলিত হতে দেখা যাবে না দুই দেশের মানুষকে। দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের যৌথ সিদ্ধান্তে ঠিক হয়েছে, ইছামতীতে দুই বাংলার বিসর্জন হলেও কেউ জল সীমান্ত অতিক্রম করবে না।

দুই বাংলার সিদ্ধান্তে বিসর্জনে বন্ধ সৌভাতৃত্বের মিলন

থাকছে দুই দেশের প্রশাসনের কঠোর নজরদারি। নদীর মাঝ বরাবর ঘেরা থাকবে বিএসএফ ও পুলিশের যৌথ নিরাপত্তা। অন্যদিকে বাংলাদেশের তরফেও থাকবে বিজিবির কঠোর নজরদারি। বাংলাদেশের বিজিবি ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনী ও পুলিশ টহল দেবে।

ভারত-বাংলাদেশ সীমান্তের উত্তর ২৪ পরগনার টাকিতে পিএইচই ভবনে বিসর্জন নিয়ে দুই বাংলার প্রশাসনের যৌথ বৈঠকেই এই সিদ্ধান্ত হয়।

দুই বাংলার সিদ্ধান্তে বিসর্জনে বন্ধ সৌভাতৃত্বের মিলন

বিবিজি ও বিএসএফ এর আধিকারিকরা, টাকি পুরসভার চেয়ারম্যান মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান আজিজুল গাজী, হাসনাবাদের ভিডিও সহ অন্যান্যরা। ফলে বিসর্জন ঘিরে উন্মাদনা থাকলেও দুই বাংলার মিলনের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে না।

দুই বাংলার সিদ্ধান্তে বিসর্জনে বন্ধ সৌভাতৃত্বের মিলন

উল্লেখ্য, দীর্ঘ ২৫০- ৩০০ বছর ধরে ভারত বাংলাদেশ সীমান্তের উত্তর ২৪ পরগনার টাকিতে ইছামতী নদীতে ভাসান উপলক্ষে মিলেমিশে একাকার হয়ে এসেছে দু'বাংলা। ভাসান উপলক্ষে বছরের এই একটা দিন একত্রিত হতে পারত একপারে টাকি, হাসনাবাদ, বসিরহাট, হিঙ্গলগঞ্জ আর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার বেশ কয়েকটা জায়গার মানুষ। বাংলাদেশের ঘলঘলে, শ্রীপুর, পারুলিয়ার মতো গ্রাম ছাড়াও এই ভাসানে অংশ নিতেন ঢাকা থেকে আসা মানুষও।

২০১১ পর্যন্ত এইভাবেই মিলেমিশে গেছে দুই বাংলা। কিন্তু ২০১১-য় প্রশাসনের শিথিলতায় প্রচুর অনুপ্রবেশ ঘটে ভারত সীমান্তে। এবং ওই সালেই ইছামতীর ভাসান দেখতে এসে নদীতে নৌকা উল্টে মৃত্যু হয় সুজয় দাস নামে যাদবপুরের এক গবেষকের। তারপরেই শুরু হয় কড়াকড়ি।

[ জোড়া ঘূর্ণাবর্ত! দেবী বিদায়ের দিনেও ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস][ জোড়া ঘূর্ণাবর্ত! দেবী বিদায়ের দিনেও ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস]

[গাড়ির ধাক্কায় মৃত ৩! অভিযোগের তির বিজেপির প্রভাবশালী নেতার আত্মীয়ের দিকে][গাড়ির ধাক্কায় মৃত ৩! অভিযোগের তির বিজেপির প্রভাবশালী নেতার আত্মীয়ের দিকে]

English summary
Security brief in Taki Durga idol emarson
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X