For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোর্চার আন্দোলন রুখতে শিলিগুড়িতে পুলিশের এমনই পদক্ষেপ

পাহাড়ের অশান্তির রেশ যাতে শিলিগুড়িতে ছড়িয়ে না পড়ে, তার জন্য, রবিবার থেকে শিলিগুড়ির বেশ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে শিলিগুড়ি কমিশনারেট। মিলন মোড়,চম্পাসারি, সুকনা, শালুগাড়া এলাকায় নজরদারি

  • |
Google Oneindia Bengali News

পাহাড়ের অশান্তির রেশ যাতে শিলিগুড়িতে ছড়িয়ে না পড়ে, তার জন্য, রবিবার থেকে শিলিগুড়ির বেশ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে শিলিগুড়ি কমিশনারেট। শিলিগুড়ির পুলিশ কমিশনার জানিয়েছেন, গোলমাল বাঁধানোর নির্দিষ্ট কিছু তথ্য়ের ভিত্তিতেই এই ১৪৪ ধারা।

গোলমাল বাঁধানোর চেষ্টা হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মোর্চার আন্দোলন রুখতে শিলিগুড়িতে পুলিশের এমনই পদক্ষেপ

এদিকে মোর্চার পক্ষ থেকে, পাহাড়ের মতো, তরাই-ডুয়ার্সেও শান্তিপূর্ণ মিছিল-মিটিং করার কথা জানানো হয়েছে। মোর্চার আন্দোলনের প্রেক্ষিতে পুলিশ কমিশনার জানিয়েছেন, একসঙ্গে ৪ থেকে ৫ জন ঘোরাফেরা করলেই গ্রেফতার করা হতে পারে।

শিলিগুড়ির মোর্চা সমর্থক অধ্যুষিত এলাকা মিলন মোড়, চম্পাসারি, সুকনা, শালুগাড়া এলাকায় বাড়তি নজরদারি রয়েছে পুলিশের তরফে। পাহাড় থেকে পুলিশের তাড়ায় অনেকেই সমতলের এইসব এলাকায় আশ্রয় নিয়েছেন বলে খবর। সেই জন্য গত দুমাসের এই সব এলাকায় নতুন করে কে বা কারা ঘর ভাড়া নিয়েছেন, তা থানায় জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে শিলিগুড়ি কমিশনারাটের তরফে।

English summary
Secton 144 imposes in parts of Siliguri from sunday to prevent GJM movement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X