For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথমের মতোই চিকিৎসক হতে চায় উচ্চমাধ্যমিকে দ্বিতীয় তন্ময়ও! জানিয়েছে নিজের কথা

এবারে প্রথম দশে ১৩৭ জন ছাত্রছাত্রী। তাঁদের মধ্যে দ্বিতীয় হয়েছে পূর্ব মেদিনীপুরে বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠের তন্ময় মাইকপ।

Google Oneindia Bengali News

এবারে প্রথম দশে ১৩৭ জন ছাত্রছাত্রী। তাঁদের মধ্যে দ্বিতীয় হয়েছে পূর্ব মেদিনীপুরে বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠের তন্ময় মাইকপ। প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের নিরিখে পেয়েছে ৯৯.২%। প্রথম স্থানাধিকারী শোভন মণ্ডলের মতো তন্ময় চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়। তাঁর প্রিয় বিষয় গণিত।

প্রথমের মতোই চিকিৎসক হতে চায় দ্বিতীয় তন্ময়ও! জানিয়েছে নিজের কথা

উচ্চমাধ্যমিক পরীক্ষায় যুগ্ম ভাবে দ্বিতীয় ‌হওয়া তন্ময় মাইকপ দিনে প্রায় দশ‌ ঘন্টা পড়াশোনা করলেও খেলা ছাড়েনি। দিনে অন্তত দু‌ঘন্টা খেলার জন্য দিত সে। কারণ সে জানে শরীর ‌ঠিক রাখতে ‌হবে। ভাল লাগার মধ্যে ছিল ক্রিকেট। গণিত প্রিয় বিষয় । পূর্ব মেদিনীপুর জেলার বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠের ‌ছাত্র তন্ময় ৪৯৬ নম্বর পেয়ে ‌রাজ্যে যুগ্মভাবে‌ দ্বিতীয় হয়েছে।

[আরও পড়ুন: সুচিকিৎসার বন্দোবস্ত করতে চায় এবারের প্রথম শোভন! ওয়ান ইন্ডিয়া বেঙ্গলিকে জানিয়েছে নিজের কথা][আরও পড়ুন: সুচিকিৎসার বন্দোবস্ত করতে চায় এবারের প্রথম শোভন! ওয়ান ইন্ডিয়া বেঙ্গলিকে জানিয়েছে নিজের কথা]

‌চিকিৎসক ‌হতে চায় খুব সাধারণ পরিবারের ছেলে তন্ময়। তাঁর মতে গ্রামীণ এলাকায় এখনও ঠিক মতো চিকিৎসা‌ পরিষেবা পাওয়া যায় না। চিকিৎসক হওয়ার পর গ্রামের মানুষদের সেই পরিষেবা দিতে চায়। তন্ময় জানিয়েছে, ‌যত দিন‌ পারবে খেলা চালিয়ে যাবে।

[আরও পড়ুন: ২০১৯-এর উচ্চমাধ্যমিকের মেধাতালিকা, একনজরে][আরও পড়ুন: ২০১৯-এর উচ্চমাধ্যমিকের মেধাতালিকা, একনজরে]

English summary
Second Boy in Higher Secondary comments on his success to One India Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X