For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭০ শতাংশের বেশি সংখ্যালঘু পড়ুয়া থাকলেই স্কুলে তৈরি করতে হবে ডাইনিং হল, নির্দেশ দিল রাজ্য সরকার

রাজ্যের কোনও স্কুলে সংখ্যালঘু ছাত্রের সংখ্যা বেশি থাকলে সেখানে তৈরি করতে হবে ডাইনিং হল।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের কোনও স্কুলে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশি থাকলে সেখানে তৈরি করতে হবে ডাইনিং হল। এই মর্মে সরকারি স্কুলগুলিতে নির্দেশিকা পাঠাল সংখ্যালঘু বিষয়ক দপ্তর। এই নির্দেশিকায় বলা হয়েছে শুক্রবার অর্থাৎ ২৮ জুনের মধ্যে সংখ্যালঘু ছাত্রছাত্রীর সংখ্যা বেশি রয়েছে এমন স্কুলের তালিকা পাঠিয়ে দিতে হবে।

৭০ শতাংশের বেশি সংখ্যালঘু পড়ুয়া থাকলেই স্কুলে হবে ডাইনিং হল

বলা হয়েছে যেসব সরকারি স্কুলে বেশিরভাগ সংখ্যালঘু পড়ুয়া রয়েছে সেই স্কুলগুলিকে চিহ্নিত করে স্কুলের নাম, কোন ব্লকে রয়েছে তা জানানো ছাড়াও পড়ুয়ার সংখ্যা এবং সংখ্যালঘুদের সংখ্যা ইত্যাদি বিস্তারিত ভাবে পাঠাতে হবে।

রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে মিড ডে মিল-এর ব্যবস্থা রয়েছে। কেন্দ্রীয় সরকারের সর্বশিক্ষা অভিযান প্রকল্প অনুযায়ী দেশের সরকারি স্কুলগুলি বিশেষ করে প্রাথমিক স্কুলগুলি এই সুবিধা পায়। কয়েক বছর আগে তা চালু হয়েছিল। তবে এরাজ্যে যে কেন শুধু সংখ্যালঘুর সংখ্যা বেশি তেমন স্কুলগুলিকে বেছে নিয়ে ডাইনিং হলের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, তাই নিয়ে বিরোধীরা ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে। এমন হলে তৃণমূল সরকার যে ফের বিরোধীদের সমালোচনার মুখে পড়বে তা নিঃসন্দেহে বলা যায়।

English summary
Schools with more than 70 per cent minority students should have dining hall, directs CM Mamata govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X