For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপার সাইক্লোন 'ফণী'র সতর্কতা: স্কুলে ছুটি ঘোষণা মেয়র ফিরহাদের

দানবীয় আকার নিয়ে সুপার সাইক্লোন ফণী আছড়ে পড়তে চলেছে বাংলায়। আর শুক্রবারের এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের আগে একাধিক পরক্ষেপ নিয়ে চূড়ান্ত সতর্কতায় রয়েছে রাজ্য প্রশাসন।

Google Oneindia Bengali News

দানবীয় আকার নিয়ে সুপার সাইক্লোন ফণী আছড়ে পড়তে চলেছে বাংলায়। আর শুক্রবারের এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের আগে একাধিক পরক্ষেপ নিয়ে চূড়ান্ত সতর্কতায় রয়েছে রাজ্য প্রশাসন। এরমধ্যে কলকাতা পুরসভার তরফেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সুপার সাইক্লোন ফণীর সতর্কতা: স্কুলে ছুটি ঘোষণা মেয়র ফিরহাদের

এদিন এক সাংবাদিক সম্মেলন করে মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন আগামী ২ দিন, অর্থাৎ শুক্রবার ও শনিবার কলকাতা পুরসভা এলাকার আওতায় থাকা সমস্ত স্কুলে (সরকারী ও সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুল)ছুটি থাকবে। মনে করা হচ্ছে, রবিবারের পর থেকে পরিস্থিতি খানিকটা পাল্টাতে থাকবে। এছাড়াও কলকাতায় যাবতীয় বিজ্ঞাপনী হোর্ডিং তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে পুরসভা। বাজার এলাকাগুলিতেও প্লাস্টিক পরিস্কার করার কথা জানানো হয়েছে।

[আরও পড়ুন: পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা সরিয়ে সাইক্লোন 'ফণী'র সতর্কবার্তা! পরিবর্তে রাখা হল কোন জিনিস][আরও পড়ুন: পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা সরিয়ে সাইক্লোন 'ফণী'র সতর্কবার্তা! পরিবর্তে রাখা হল কোন জিনিস]

এদিকে,আবহাওয়ার খবর অনুযায়ী, দীঘা থেকে এই মুহূর্তে ৬৫০ কিলোমিটার দূরে রয়েছে 'ফণী'। পুরী থেকে ৪২০ কিলেমিটার দূরে রয়েছে এই সুপার সাইক্লোন। আর এই ঝড়ের মোকাবিলায় প্রস্তুত রয়েছে রাজ্য সরকারের দুর্যোগ মোকবিলা দল।

[আরও পড়ুন:ঘূর্ণিঝড় ফণী ধেয়ে আসছে! কী করবেন আর কী করবেন না, জেনে নিন একনজরে][আরও পড়ুন:ঘূর্ণিঝড় ফণী ধেয়ে আসছে! কী করবেন আর কী করবেন না, জেনে নিন একনজরে]

English summary
Schools under Kolkata Municipality declared holiday over cyclone Fani alert
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X