রক্ষাকবচ বাড়ল রাজীবের, সিবিআইয়ের জামিন বািতলের আবেদনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ফের সিবিআইয়ের জেরার হাত থেকে বাঁচলেন কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনার রাজীব কুমার। আজ কলকাতা হাইকোর্টে তাঁর জামিন খারিজের আবেদনের শুনানি ছিল। সিবিআইয়ের এই সেই আবেদনে আজ স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ রাজীব কুমারের জামিন খারিজের আবেদনের উপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি শরদ অরবিন্দ ববদের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই বিষয়ে পরবর্তী শুনানি আগামী শুক্বার হবে বলে জানিয়েছে বেঞ্চ।

গত ১ অক্টোবর কলকাতা হাইকোর্ট রাজীব কুমারকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে জামিন খারিজের আবেদন জানায় সিবিআই। সেই মামলার প্রেক্ষিতেই আজ এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সারদাকাণ্ডের তদন্তে বারবারই রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার দাবি জানিয়ে এসেছে সুপ্রিম কোর্ট।
সারদাকাণ্ডের রাজীব কুমারের কাছে গুরুত্ব পূর্ণ নথি রয়েছে বলে দাবি সিবিআইয়ের। লোকসভা ভোটের আগে থেকেই তাই রাজীব কুমারকে হেফাজতে নিেত তৎপর হয়েছেন সারদাকাণ্ডের তদন্তকারীরা। কিন্তু বারবারই সিবিআই হাজিরা এড়িয়ে গিয়েছেন রাজীব কুমার।