ফাঁসি রদ, আফতাব আনসারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল শীর্ষ আদালত
প্রসঙ্গত, ২০০২ সালের ২২ জানুয়ারি ভোরবেলা কলকাতার পার্ক স্ট্রিটে আমেরিকান সেন্টারে হামলা চালায় একদল জঙ্গি। নিহত হন পাঁচজন পুলিশকর্মী। এর জেরে আন্তর্জাতিক ক্ষেত্রেও চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর দুবাই থেকে ফোন করে আফতাব আনসারি জানায়, তার দলবলই এই হামলা চালিয়েছে। সে নিজেকে জঙ্গি সংগঠন হরকত-উল-জেহাদির শীর্ষ কমান্ডার হিসাবে পরিচয় দিয়েছিল। পরের দিন অর্থাৎ ২৩ জানুয়ারি দুবাই থেকে গ্রেফতার হয় আফতাব আনসারি। ৯ ফেব্রুয়ারি তাকে ভারতে নিয়ে আসা হয়।
কলকাতা পুলিশ আফতাব আনসারি, জামিলউদ্দিন প্রমুখ সাতজনের বিরুদ্ধে মামলা রুজু করে। নিম্ন আদালতে সাতজন ধৃতই দোষী সাব্যস্ত হয় এবং তাদের ফাঁসির সাজা হয়। কলকাতা হাই কোর্ট আফতাব আনসারি এবং জামিলউদ্দিনের ফাঁসির সাজা বহাল রাখলেও বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আফতাব আনসারি ও জামিলউদ্দিন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এদিন এদের ফাঁসিজর সাজা রদ করে দেন বিচারপতিরা।
এই মামলাকে বরাবরই বাড়তি গুরুত্ব দিয়ে এসেছে কলকাতা পুলিশ। দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল সিদ্ধার্থ লুথরা কলকাতা পুলিশের তরফে মামলা লড়েছেন সুপ্রিম কোর্টে। আফতাবি আনসারি ও জামিলউদ্দিন নাসিরের পক্ষে সওয়াল করেন এন রাধাকৃষ্ণণ। শেষ পর্যন্ত এদের ফাঁসির সাজা খারিজ হওয়ায় হতাশই হতে হল কলকাতা পুলিশকে। আন্তর্জাতিক ক্ষেত্রে যে জঙ্গি হামলার ঘটনাগুলি খবরের শিরোনামে এসেছে, তার অন্যতম হল কলকাতার আমেরিকান সেন্টারে হামলার এই ঘটনা।