For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হেভিওয়েট নেতার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন! তৃণমূলের বিরুদ্ধে আক্রান্ত হওয়ার অভিযোগ সায়ন্তনের

মন্তব্যের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। উনি আগে মানসিকভাবে সুস্থ হন, তারপরেই ওনার সব প্রশ্নের জবাব দেবেন। মন্তব্য করেছেন সায়ন্তন বসু।

  • |
Google Oneindia Bengali News

মন্তব্যের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। উনি আগে মানসিকভাবে সুস্থ হন, তারপরেই ওনার সব প্রশ্নের জবাব দেবেন। মন্তব্য করেছেন সায়ন্তন বসু। রিষড়ায় বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে যাওয়া বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

তালিবান, জৈশের মতোই বিজেপি! বিবেকানন্দ, চৈতন্যের বাংলার কথা উল্লেখ চড়া আক্রমণ ফিরহাদেরতালিবান, জৈশের মতোই বিজেপি! বিবেকানন্দ, চৈতন্যের বাংলার কথা উল্লেখ চড়া আক্রমণ ফিরহাদের

সায়ন্তন বসুকে ঘিরে বিক্ষোভ

সায়ন্তন বসুকে ঘিরে বিক্ষোভ

রবিবার রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডের ব্রহ্মানন্দ স্কুলের পাশে গৃহ সম্পর্ক অভিযানে যাওয়া সায়ন্তন বসুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, করোনা ও আম্ফান পরিস্থিতিতে রাজ্যের মানুষের পাশে দাঁড়াননি প্রধানমন্ত্রী। পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, শান্ত এলাকাকে অশান্ত করছে বিজেপি। পাল্টা বিক্ষোভ শুরু করে বিজেপিও। পরে পুলিশ সায়ন্তন বসুকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়।

আক্রান্ত হওয়ার অভিযোগ সায়ন্তনের

আক্রান্ত হওয়ার অভিযোগ সায়ন্তনের

রিষড়ায় তাঁকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে সায়ন্তন বসু বলেছেন, দলের এক পুরনো নেতা অসুস্থ ছিলেন। তাঁর সঙ্গে দেখা করে বিজেপির তরফে গৃহ সম্পর্ক অভিযান করেন। এরপর সেই বাড়ি থেকে বেরিয়ে আসার সময়, তৃণমূলের ১৫০-২০০ লোক তাঁর দিকে লাঠি নিয়ে তেড়ে যায় বলে অভিযোগ করেছেন সায়ন্তন বসু। সেই সময় তাঁকে ঘিরে গোব্যাক স্লোগান দেওয়া হয়। সায়ন্তন বসু বলেন, এটাই ওদের সংস্কৃতি।

 কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সায়ন্তন বসু যেখানেই যান, সেখানেই প্ররোচনা দেন, উত্তেজনা তৈরি করেন। এটাই ওদের সংস্কৃতি। আজেবাজে কথা বলেন, রাস্তা অবরোধ করেন, পুলিশকেও মারতে যান। এটাই সায়ন্তনের স্টাইল অফ পলিটিকস। যা কখনই তৃণমূল মেনে নেবে না।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জবাব

কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জবাব

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দিতে গিয়ে সায়ন্তন বসু বলেন, উনি আগে মানসিকভাবে সুস্থ হন। শ্রীরামপুরের সাংসদ বেশিরভাগ সময় দিল্লিতে থাকেন, সেখানে ভালো পাগলের ডাক্তার দেখান। এরপরেই তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যারে প্রশ্নের উত্তর দেবেন বলে জানিয়েছেন সায়ন্তন।

English summary
Sayantan Basu targets Kalyan Banerjee for his comment in him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X