For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সঙ্গে 'আরও ২৪ জন বিধায়ক' সম্পর্ক রাখছেন! শুভেন্দু প্রসঙ্গে মুখ খুলে সরব সায়ন্তন

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের তরফে অধীর চৌধুরী জানিয়েছেন, 'তৃণমূলের অশনি সংকেত' শুভেন্দুর মন্ত্রিত্ব পদ ছাড়া। অন্যদিকে বিজেপির দিলীপ ঘোষের দাবি 'তৃণমূলের শেষ শুরু' হয়েছে। শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব থেকে ইস্তফার দিন একের পর এক রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসে। মুখ খোলেন সায়ন্তন বসু।

 ভিন দলের আরও বিধায়কের সঙ্গে বিজেপির কথা চলছে!

ভিন দলের আরও বিধায়কের সঙ্গে বিজেপির কথা চলছে!

দিলীপ ঘোষ এদিন বনগাঁয় বলেন, অর্জুন সিং নিজে ৫ বিধায়ের সঙ্গে যোগাযোগে রয়েছেন। দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গেই অন্য দলের বহু বিধায়করা যোগাযোগ রাখছেন। ফলে এমন একটি অবস্থায় শুভেন্দু অধিকারী শুধুমাত্র মন্ত্রিত্ব ছাড়তেই পারদ চড়েছে।

 ২৪ বিধায়কের যোগাযোগ বিজেপির সঙ্গে!

২৪ বিধায়কের যোগাযোগ বিজেপির সঙ্গে!

এরপর সায়ন্তন বসু বলেন দলের সঙ্গে ২৪ জন বিধায়ক যোগাযোগ রাখতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। ফলে ধীরে ধীরে তৃণমূলের পায়ের তলার মাটি সরতে শুরু করবে বলে দাবি এই বিজেপি নেতার।

 'শাড়ি পরা হিটলার থাকবেন শুধু!'

'শাড়ি পরা হিটলার থাকবেন শুধু!'

এদিন সায়ন্তন বসু বলেন,' তৃণমূলে আর মাত্র ২ জন থাকবেন'। বিজেপি নেতা বলেন, একজন 'শাড়ি পরা হিটলার' আর তাঁর ভাইপো থাকবেন শুধু দলে। ধীরে ধীরে তৃণমূল সরকার কমজোরি হতে থাকবে বলেও বার্তা দিয়েছেন তিনি।

 '১৫ দিন পরেই মাইনরিটি সরকার'

'১৫ দিন পরেই মাইনরিটি সরকার'

সায়ন্তন বসু বলেন , যেদিকে পরিস্থিতি গড়াচ্ছে তাতে আর মাত্র ১৫ দিনের মাথায় 'মাইনরিটি সরকার' হয়ে যাবে তৃণমূলের সরকার। কারণ ঘাসফুলের বহু বিধায়ক ইতিমধ্যেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে তিনি ইঙ্গিত দেন। পাশাপাশি তাঁর দাবি, তৃণমূলের ক্ষমতাকমতে থাকতে থাকতে রাজ্য বিধানসভা অনাস্থার দিকে যাবে। ফলে এই ,সরকারের অস্তিত্ব বেশিদিন নেই ।

English summary
Sayantan Basu's reaction on Subhendu Adhikari's resignation from TMC ministry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X