যুব মোর্চা থেকে বিজেপি রাজ্য কমিটিতে এসে খুশি সৌমিত্র খাঁ, জানালেন OneindiaBengali-কে
২০১৯ লোকসভা নির্বাচনের আগে মুকুল রায়ের হাত ধরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন৷ তারপর অনেকটা সময় পেরিয়েছে৷ একসময় বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ বিজেপিতে এসেও জয়ের ধারার অব্যাহত রেখেছেন বিজেপিতে৷ ২০১৯ এ নিজের সাংসদ সিট ধরে রেখেছেন বিজেপির হয়ে৷ ২০২১ এর ২রা মের পর যখন মুকুল রায় তৃণমূলে ফিরে গেলেন তখন অনেকেই ভেবেছিল এবার বোধহয় তাঁর ভাবী শিষ্য সৌমিত্রও ফিরে যাবেন ঘাসফুলে৷ কিন্তু পুরনো দলে ফেরার জল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বিজেপিতেই রয়ে গিয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ৷

ওয়ানইন্ডিয়া বাংলা-কে কী বললেন সৌমিত্র?
এতদিন সৌমিত্র বঙ্গ-বিজেপি যুবমোর্চার রাজ্য সভাপতি ছিলেন৷ সুকান্ত মজুমদার বিজেপির নতুন রাজ্য সভাপতি হওয়ার পর আজই (বুধবার) নিজেদের নতুন রাজ্য কমিটি ঘোষণা করেছে বিজেপি৷ আর সেখানেই যুবমোর্চা থেকে সৌমিত্রকে সরিয়ে তাঁকে রাজ্য কমিটিতে স্থান দিয়েছে বিজেপি৷ এদিন পশ্চিমবঙ্গ বিজেপির সহ সভাপতি নিযুক্ত হয়েছেন সৌমিত্র খাঁ। এই বিষয়টি নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে ওয়ানইন্ডিয়া বাংলার পক্ষ থেকে তাঁকে ফোন করা হলে তিনি বলেন, 'দেখুন সবদিন কেউ যুবতে থাকে না৷ আমাকে বিজেপি রাজ্য কমিটিতে জায়গা দেওয়া নিয়ে আমি খুশি৷ আমি দলের সংগঠন ও রাঢ়বঙ্গের উন্নয়ন নিয়ে কাজ করতে চাই৷ দল আমাকে দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গেই পালন করব৷ '

বঙ্গ-বিজেপির নতুন সহ-সভাপতিরা
প্রসঙ্গত বঙ্গ-বিজেপির নতুন সহসভাপতি তালিকায় অর্ন্তভুক্ত হয়েছেন সাংসদ জগন্নাথ সরকার এবং সৌমিত্র খাঁ। তালিকায় আরও রয়েছেন অর্জুন সিং, রথীন বসু, খগেন মুর্মু, শ্যামাপদ মণ্ডল, সঞ্জয় সিং, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণা বৈদ্য, সমিত দাস এবং ডঃ মধুছন্দা কর। বঙ্গ-বিজেপি সহ সভাপতিদের তালিকা থেকে বাদ পড়েছেন জয়প্রকাশ মজুমদার।

গুরুত্বপূর্ণ রাজ্য সাধারণ সম্পাদক পদে কারা?
অন্যদিকে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদকের তালিকায় নতুন নাম অগ্নিমিত্রা পাল। তিনি এতদিম মহিলা মোর্চার সভানেত্রীর পদে ছিলেন৷ রাজ্য সাধারণ সম্পাদকের এই তালিকায় আগের মতোই রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাত, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়রা৷

নতুন যারা সম্পাদক হলেন!
বঙ্গ বিজেপির সম্পাদক পদগুলিতেও নতুন মুখ উত্তরবঙ্গের বিধায়ক শঙ্কর ঘোষ, রয়েছেন গোপাল সাহা, গৌরীশঙ্কর ঘোষ, ফাল্গুনী পাত্র, প্রিয়ঙ্কা টিবরেওয়াল, অশোক দিন্দা, বিমান ঘোষ, নবারুন নায়েক, সোনালী মুর্মু, লক্ষ্মণ ঘরুই, দীপাঞ্জন গুহ, উমেশ রাই এবং আশিস বাপত।
