For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এ কি গড় রক্ষা করতে পারবে বিজেপি! তৃণমূলকে হারাতে মাস্টারস্ট্রোক সৌমিত্র খাঁর

২০২১-এ কি গড় রক্ষা করতে পারবে বিজেপি! তৃণমূলকে হারাতে মাস্টারস্ট্রোক সৌমিত্রর

Google Oneindia Bengali News

২০১৯-এর লোকসভা তৃণমূল কংগ্রেসের দুর্বল জায়গা প্রকট করে দিয়েছে বিজেপি। তৃণমূলকে সরিয়ে উত্তরবঙ্গের প্রায় সম্পূর্ণ দখল নিয়েছে দিলীপ ঘোষ-মুকুল রায়রা। বিজেপি ভালো করেই জানে তৃণমূলের শক্তি দক্ষিণবঙ্গেই সর্বাপেক্ষা। কিন্তু উত্তরবঙ্গে সীমিত ক্ষমতা নিয়েই লড়াই করে। তাই ২০২১-এও উত্তরবঙ্গের ৫৬ আসন বিজেপি নিশ্চিত করতে চাইছে।

যতটা সম্ভব ফারাক গড়ে তোলা যায়

যতটা সম্ভব ফারাক গড়ে তোলা যায়

২০২১-এর বিধানসভা নির্বাচনই এখন পাখির চোখ বিজেপির। সেই লক্ষ্যে বিজেপি অঙ্ক কষে এগোতে চাইছে। যেহেতু ২০১৯-এ উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনের মধ্যে সাতটিই দখল করেছে বিজেপি, সেহেতু আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলকে মাটি ধরিয়ে দিতে চাইছে তারা। যতটা সম্ভব ফারাক গড়ে তোলাই বিজেপির উদ্দেশ্য।

উত্তরবঙ্গে জয়ের ধারা বজায় রাখতে

উত্তরবঙ্গে জয়ের ধারা বজায় রাখতে

বিজেপি এই উদ্দেশ্য চরিতার্থ করতেই উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর দিয়েছে। সদ্য নির্বাচিত বিজেপির যুব মোর্চা সভাপতি সৌমিত্র খান উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। জেলা স্তর থেকে ব্লক স্তরের নেতৃত্বকে তিনি বার্তা দেন ২০২১-এর নির্বাচন জেতার ব্যাপারে। উত্তরবঙ্গে তাদের জয়ের ধারা বজায় রাখতে হবে।

সিপিএম আর তৃণমূল একই মুদ্রার দুই পিঠ

সিপিএম আর তৃণমূল একই মুদ্রার দুই পিঠ

সৌমিত্র খান বলেন, উত্তরবঙ্গে জুড়ে বিজেপির সংগঠনের ভিত মজবুত করতে হবে। তৃণমূল এখানে বিশেষ শক্তিশালী নয়, তাই এখানে বিজেপির ভিত মজবুত করা অনেক সহজ। এখানে সিপিএম আগে শক্তিশালী ছিল। এই সিপিএম আর তৃণমূল একই মুদ্রার দুই পিঠ। এই দুই শক্তিকে দূর করতে বিজেপিকে শক্তিশালী করা জরুরি।

সভা করতে হবে ৭২ ঘণ্টার মধ্যে

সভা করতে হবে ৭২ ঘণ্টার মধ্যে

সৌমিত্র খাঁ বলেন, দেশজুড়ে উন্নয়ন যজ্ঞ চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। মোদীজির হাত শক্ত করতে হলে বাংলাকে তাঁর হাতে তুলে দিতে হবে। সেই লক্ষ্যেই নিজেদের অভিযান শুরু করতে হবে এখন থেকেই। তৃণমূল যেখানে সভা করবে, সেখানেই সভা করতে হবে ৭২ ঘণ্টার মধ্যে। বিজেপি যুব কর্মীদের আরও তৎপর হতে হবে। তবেই ঘাসফুল ফোটা বন্ধ করা সম্ভব বাংলায়।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল কবে? দিনক্ষণ জানাল নবান্নউচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল কবে? দিনক্ষণ জানাল নবান্ন

English summary
Saumitra Khan gives masterstroke against TMC to win BJP in 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X