সরস্বতী পুজো: অঘোষিত প্রেমদিবসে মাতোয়ারা বাঙালি
কলকাতা, ১ ফেব্রুয়ারি : সকাল থেকেই রংবেরঙের শাড়ি আর পাজামা পাঞ্জাবীর ভিড়ে ঠাসা স্কুল কলেজ জানান দিচ্ছে, আজ সরস্বতী পুজো। ভোরবেলা স্নানের পরই হলুদ শাড়ি পরে কচিকাচাদের অঞ্জলি দেওয়ার ধুম, সকাল থেকেই দেখা গিয়েছে পাড়ায় পাড়ায়।
এদিকে স্কুলের রোজের 'ইউনিফর্ম ' ছেড়ে এই একটা দিনই সুযোগ রঙবে রঙের জামা পড়ার। যে স্কুল গুলোর ভেতরে বছরের অন্য়ান্য দিন যাওয়া যায়না,সেই স্কুলে ঢোকবার সুযোগ আজই। ঠাকুর দেখার ছুতোতে স্কুলে কলেজে ঘুরতে যাওয়ার মজায় আজ মশগুল কিশোর থেকে তরুণ প্রজন্ম। স্বাদে কী আর বলা হয়, বাঙালির সরস্বতী পুজো 'অঘোষিত প্রেম দিবস'!

সরস্বতী পুজো মানেই দেদার খিচুড়ি ভোগ। তাই বাঙালির রসনা তৃপ্তির সুযোগের শেষ নেই আজ। মরশুমের শুরু থেকে বহুদিন ধরে যাঁরা কুল খাওয়ার লোভ সামলে এসেছেন, আজ তাঁদের আর পায় কে !
বইপত্তর আজ সরস্বতীর কাছে দিয়ে, দু'দিনের আনন্দ লুটে পুটে নেওয়ার তালে রয়েছে আপামর বাঙালি। সব মিলিয়ে শুক্লা পঞ্চমীর সকাল থেকেই বাঙালি আজ উদযাপন করছে 'বসন্ত' । ক্যালেন্ডারের 'ভ্যালেন্টাইন্স ডে'-এর আগে
আজই বাঙালীর 'বসন্ত' থুরি 'ভ্যালেন্টাইন্স ডে'!