শেষবেলায় শঙ্কুকে তলবে জল্পনা, জানুয়ারিতে শেষ হবে সারদা তদন্ত
কলকাতা, ২৭ নভেম্বর : তৃণমূল নেতা শঙ্কুদেব পণ্ডাকে জেরা করতে উঠেপড়ে লেগেছে সিবিআই। সারদা কাণ্ডে নাম জড়িয়ে যাওয়া এই তৃণমূল নেতাকে অস্বস্তিতে ফেলার মতো একাধিক তথ্যপ্রমাণও ইতিমধ্যেই জোগাড় করে ফেলেছেন তদন্তকারীরা। ['দিদি'-র রেকর্ড ভেঙে গুরুতর অসুস্থ কুণাল ঘোষ]
গত বছর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সারদা মামলায় শঙ্কুদেবকে ডেকে পাঠিয়ে জেরা করেছিল। গোয়েন্দা সূত্রে খবর, সেসময়ে শঙ্কুকে চাপে ফেলার মতো তেমন কোনও প্রমাণ তদন্তকারীদের হাতে ছিল না। তবে এখন অনেকটাই আত্মবিশ্বাসী সিবিআই। [সারদা কাণ্ডে গ্রেফতার মনোরঞ্জনা সিং ও শান্তনু ঘোষ]

সারদার সঙ্গে শঙ্কুদেবের কি সম্পর্ক ছিল? সারদা থেকে মোট কত টাকা নিয়েছেন? মাসে মাসে কোন কাজের জন্য সারদা তাঁকে টাকা দিত? কীভাবে সুদীপ্ত সেনের এই কেলেঙ্কারিতে তিনি জড়ালেন এমন একাধিক প্রশ্নবাণ ধেয়ে আসতে চলেছে শঙ্কুর জন্য। আর এসব প্রশ্নের উত্তরে সন্তুষ্ট না হলে শঙ্কুবাবুর পরিণতি কি হবে তা বলা মুশকিল। [ছেলের বিয়ের এত টাকা জুগিয়েছে কে? মদনকে প্রশ্ন সিবিআইয়ের]
এর আগে অনেকবার ডেকে পাঠানোর পরও সিবিআই দফতরে হাজিরা দেননি শঙ্কুদেব। এদিন সময় পেরিয়ে যাওয়া পর্যন্তও সিবিআই আধিকারিকরা দেখা পাননি তাঁর। ফলে নোটিশ জারির প্রক্রিয়া শুরু হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। [রাজ্যে ফের চিটফান্ড কেলেঙ্কারি! ২৫০০ কোটি টাকা কেলেঙ্কারির তদন্তে সিবিআই]
জানা গিয়েছে, আগামী জানুয়ারির মধ্যেই সুবিশাল সারদা মামলার তদন্ত শেষ করতে চাইছে সিবিআই। মার্চ মাসের মধ্যে সমস্ত রিপোর্ট তৈরি করে জমাও দিয়ে দেওয়া হবে। তাতে আর কোনও রাঘববোয়ালের নাম থাকে কিনা সেই নিয়েও নতুন করে জল্পনা শুরু হয়েছে।
আগামী বছর মার্চের পরই বিধানসভা ভোটের দামাম বেজে যাবে। সেইসময়ে সিবিআই সারদা মামলার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করলে তা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সাপেক্ষে গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।