সারদা কাণ্ড : এবার তৃণমূল নেত্রী দোলা সেনকে সমন সিবিআইয়ের
কলকাতা, ২৩ ডিসেম্বর : সারদা কাণ্ডে ফের এক তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বের নামে সমন পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেনের নাম জেরায় জানিয়েছেন সদ্য অপসারিত আর এক দলীয় নেতা শঙ্কুদেব পণ্ডা।
সেই ভিত্তিতেই দোলা সেনকে এবার তলব করেছে সিবিআই। তাঁকে জেরা করে নতুন তথ্য উঠে আসবে বলেই মনে করছে সিবিআই। সারদা কাণ্ডে এবার খুব তাড়াতাড়ি চার্জশিট পেশ করার কথা সিবিআইয়ের। সেজন্য দ্রুত তদন্তেত জাল গুটিয়ে নিয়ে ব্যস্ত তাঁরা। আগামী জানুয়ারির মধ্যেই সুপ্রিম কোর্টে এর রিপোর্ট পেশ করার কথা রয়েছে।

সিবিআইয়ের একটি সূত্র জানাচ্ছে, যে প্রভাবশালী ব্যক্তিত্বদের সারদা যোগ নিয়ে প্রশ্ন উঠেছে, তার মধ্যে দোলাদেবীও রয়েছেন। তাঁর সঙ্গে সারদা কর্ণধার সুদীপ্ত সেনের কেমন যোগাযোগ সেবিষয়ে খোলাখুলি প্রশ্ন রাখা হবে।
সারদা গোষ্ঠীর একটি চ্যানেলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন দোলা সেন। সেখানে তাঁর সঙ্গে কীরকম আর্থিক লেনদেন হয়েছিল সেব্যাপারেও প্রশ্ন রাখা হবে।
অন্যদিকে জানা গিয়েছে, শঙ্কুদেব পণ্ডাকে জেরা করে আরও বড় বড় কয়েকজন প্রভাবশালীর নাম জানতে পেরেছে পুলিশ। আগামী দু'সপ্তাহের মধ্যে সেই সকল ব্যক্তিদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। জেরার ভিত্তিতে ও হাতে পাওয়া প্রমাণের জোরে এই সকল ব্যক্তিদের নাম সুপ্রিম কোর্টকে দেওয়া ফাইনাল রিপোর্টে থাকবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।