For Quick Alerts
For Daily Alerts
সারদা গোষ্ঠীর টিভি চ্যানেল বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের নির্দেশ কমিশনের

আপাতত সারদা গোষ্ঠীর তারা মিউজিক,তারা নিউজ, তারা পাঞ্জাবী ও টিভি সাউথ এশিয়া এই চারটি বৈদ্যুতিন চ্যানেলের বিক্রির প্রক্রিয়া শুরু হতে চলেছে। কমিশনের কাছে সুদীপ্ত সেনও এই বিষযে সম্মতি জানানোয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে কমিশন। তারা গ্রুপ ছাড়া অন্য সংবাদ মাধ্যমগুলি বিক্রির বিষয়ে ২৪ জানুয়ারির পর সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে বিষ্ণুপুরে সারদা গার্ডেনের বিষয়ে অভিযোগ, টাকা দেওয়া সত্বেও জমি ও ফ্ল্যাটের মালিকানা পাননি। অভিযোগ জানিয়েছেন ১৬ জন আমানতকারী। যদিও সারদার আইনজীবীদের দাবি, পুরো টাকা না মেটানোয় মালিকানা হস্তান্তর করাহয়নি। পুরো টাকা দেওয়ার পর প্রাপ্য জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবে কমিশন।