For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা-কাণ্ডে সিবিআই তলব সিপিএম নেতা রবীন দেবকে, নোটিশ শুভেন্দুকেও

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রবীন
কলকাতা, ১৮ সেপ্টেম্বর: সারদা-কাণ্ডে এই প্রথম বড় মাপের কোনও সিপিএম নেতাকে তলব করল সিবিআই। নোটিশ পাঠানো হল রবীন দেবকে। পাশাপাশি, তমলুকের তৃণমূল কংগ্রেস সাংসদ শুভেন্দু অধিকারীকেও ডেকে পাঠিয়েছে সিবিআই। খুব শীঘ্রই তাঁরা সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন।

কেন তলব করা হল রবীন দেবকে?

বিশ্বস্ত সূত্রে খবর, তারা টিভি এক সময় ছিল রতিকান্ত বসুর মালিকানাধীন। এইগুলি তিনি পরে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে বিক্রি করেন। এই বিক্রির ক্ষেত্রে রবীন দেব মধ্যস্থতা করেছিলেন বলে জানা গিয়েছে। মধ্যস্থতার খবর সিবিআইকে দিয়েছেন খোদ রতিকান্ত বসু। কেন রবীন দেব মধ্যস্থতা করলেন, আদৌ তিনি লাভবান হয়েছেন কি না, এই প্রশ্নগুলির উত্তরই জানতে চাইবে সিবিআই।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে সারদা গোষ্ঠী নানা ধরনের প্রকল্প চালাচ্ছিল। অভিযোগ, এতে শুভেন্দু অধিকারীর সহায়তা পেয়েছিল তারা। জেলবন্দি সাংসদ কুণাল ঘোষকে জেরা করে এই তথ্য পেয়েছে সিবিআই। এর আগে কুণাল ঘোষ প্রকাশ্যে একই অভিযোগ তোলায় তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন শুভেন্দুবাবু। সেই মামলাটি এখনও চলছে।

এদিকে, রবীন দেবকে সিবিআই তলব করায় সারদা ইস্যুতে কিছুটা হলেও অক্সিজেন পাবে তৃণমূল। কারণ এতদিন মূলত তৃণমূল কংগ্রেসের রাঘববোয়ালদের ওপরই নজর ছিল সিবিআইয়ের। তার জেরে বেজায় অস্বস্তিতে ছিল তারা। এ বার তাই শাসক দল সিপিএমের ওপর পাল্টা চাপ তৈরির সুযোগ পাবে।

English summary
Saradha: CBI to grill CPM leader Rabin Deb and TMC MP Shubhendu Adhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X