For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফল যে এতটা ভাল হবে আশাই করেনি! আর কী বলছে প্রথম হওয়া সঞ্জীবনী

এবারের মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের সঞ্জীবনী দেবনাথ। ৭০০-র মধ্যে ৬৮৯ পেয়েছে সুনীতি অ্যাকাডেমির পড়ুয়া সঞ্জীবনী। মাধ্যমিকে প্রথম হয়ে সঞ্জীবনী আনন্দে আত্মহারা।

  • |
Google Oneindia Bengali News

এবারের মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের সঞ্জীবনী দেবনাথ। ৭০০-র মধ্যে ৬৮৯ পেয়েছে সুনীতি অ্যাকাডেমির পড়ুয়া সঞ্জীবনী। মাধ্যমিকে প্রথম হয়ে সঞ্জীবনী আনন্দে আত্মহারা। এই খবর পাওয়ার পরই সঞ্জীবনীর প্রতিক্রিয়া ভালো রেজাল্ট করব জানতাম, কিন্তু এত ভালো রেজাল্ট হবে ভাবিনি।

ফল যে এতটা ভাল হবে আশাই করেনি! আর কী বলছে প্রথম হওয়া সঞ্জীবনী

ফল যে এতটা ভাল হবে, সেটা সে আশাই করেনি। সংবাদ মাধ্যমকে জানিয়েছে সঞ্জীবনী। সে জানিয়েছে, প্রতিদিন বাধা ধরা ঘণ্টার হিসেব না থাকলেও, যেদিন যতটা পেরেছে, পড়েছে।

ফল যে এতটা ভাল হবে আশাই করেনি! আর কী বলছে প্রথম হওয়া সঞ্জীবনী

জেলার ছাত্রীর ভাল ফলের খবর পাওয়ার পরেই সঞ্জীবনীর বাড়িতে যান কোচবিহারের সাংসদ পার্থপ্রতীম রায়।

ফল যে এতটা ভাল হবে আশাই করেনি! আর কী বলছে প্রথম হওয়া সঞ্জীবনী

বুধবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই জেলার জয়জয়কার। কলকাতাকে টেক্কা দিয়ে জেলাগুলির এবার দারুন ফলাফল করেছে। এবার অন্য জেলাকে টেক্কা দিয়ে প্রথম হয়েছে কোচবিহার সঞ্জীবনী হালদার। তবে গতবারের মতোই বাঁকুড়াও এবার ভালো ফল করেছে।

English summary
Sanjibani Debnath secures first place in Madhyamik 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X