For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারী উন্নয়নে নতুন পদক্ষেপ, স্যানিটারি ভেন্ডিং মেশিন বসছে রাজ্যের মহিলা কলেজে

মহিলাদের উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে রাজ্যের সমস্ত মহিলা কলেজে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসাতে চলেছে রাজ্য সরকার।

  • |
Google Oneindia Bengali News

স্যানিটারি প্যাড নিয়ে গত কয়েকমাসে প্রচুর আলোচনা চলেছে দেশজুড়ে। বলিউড সিনেমা প্যাডম্যানের দৌলতে এই প্রচার ও সচেতনতা তৈরি হয়েছে দেশজুড়ে। সেটারই ঢেউ আছড়ে পড়েছে বাংলাতেও।

স্যানিটারি ভেন্ডিং মেশিন বসছে রাজ্যের মহিলা কলেজে

মহিলাদের উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে রাজ্যের সমস্ত মহিলা কলেজে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসাতে চলেছে রাজ্য সরকার।

মোট ৬৯টি কলেজে এই ভেন্ডিং মেশিন বসবে। এর জন্য রাজ্য শিক্ষা দফতর মোট ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। রাজ্য অর্থ দফতরের সম্মতির পরই শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করেছে।

জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের মহিলা বিশ্ববিদ্যালয়েও একটি স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে। কলেজ পিছু মেশিন বসাতে খরচ পড়বে ৬৫ হাজার ৬৯৬ টাকা।

এর আগে বেসকারি উদ্যোগে নানা জায়গায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসলেও সরকারি উদ্যোগে এই প্রথম এমন কাজ হতে চলেছে। এর মধ্যে কলকাতায়ই ৩০টি মহিলা কলেজে এই মেশিন বসতে চলেছে।

English summary
Bengal Govt to install sanitary napkin vending machines in all women’s colleges and in Diamond Harbour Women’s University also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X