For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের সেরা শিশুবান্ধব পঞ্চায়েত বাংলায়, পুরস্কৃত করল মোদী সরকার

শিশুবান্ধব হওয়ায় উত্তর ২৪ পরগনার গ্রাম পঞ্চায়েতকে সম্মানিত করল কেন্দ্রীয় সরকার। সন্দেশখালি-১ ব্লকের অধীনে থাকা সরবেড়িয়া অগরহাটি গ্রাম পঞ্চায়েতকে ২০১৯ সালের শিশুবান্ধব পুরস্কার দেওয়া হয়।

Google Oneindia Bengali News

শিশুবান্ধব হওয়ায় উত্তর ২৪ পরগনার গ্রাম পঞ্চায়েতকে সম্মানিত করল কেন্দ্রীয় সরকার। সন্দেশখালি-১ ব্লকের অধীনে থাকা সরবেড়িয়া অগরহাটি গ্রাম পঞ্চায়েতকে ২০১৯ সালের শিশুবান্ধব পুরস্কার দেওয়া হয়।

দেশের সেরা শিশুবান্ধব পঞ্চায়েত বাংলায়, পুরস্কৃত করল মোদী সরকার

শিশুদের কল্যাণের কথা ভেবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার জন্যই পুরস্কৃত করা হয় সরবেড়িয়া অগরহাটি গ্রাম পঞ্চায়েতকে। পঞ্চায়েতে শিশুদের নিয়মিত টীকা প্রদান কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি গ্রামের শিশুদের স্কুলে ভর্তি হওয়ার জন্য উৎসাহিত করে সফলতা এসেছে। অনেক সময়ই দেখা যায়, স্কুলে ভর্তি হলেও পড়শোনা শেষ না করেই স্কুলে যাওয়া বন্ধ করে দেয় গ্রামীণ ছাত্র-ছাত্রীরা। সেই হার বাকি দেশের তুলনায় অনেকটাই কম সরবেড়িয়া অগরহাটিতে। এছাড়া মুক্ত স্থানে মল মূত্র ত্যাগ করা পুরোপুরি বন্ধ এই গ্রাম পঞ্চায়েতে। সঠিকভাবে মিড-ডে মিল ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে এলাকায়। এই সবকটি ব্যবস্থাপনার জন্যই কেন্দ্রীয় সরকারের পুরস্কার উঠেছে সরবেড়িয়া অগরহাটির হাতে।

এদিকে শিশুশ্রম ও বাচ্চাদের পাচার রুখতে অগ্রণী ভূমিকা নিয়েছে সরবেড়িয়া অগরহাটি গ্রাম পঞ্চায়েত। পুরো গ্রাম পঞ্চায়েতকেই ছোট ছোট অঞ্চলে ভাগ করে সেখানে প্রতিটিতে ক্যাডার বাহিনী গড়ে তোলা হয়েছে। শিশু কল্যাণের ক্ষেত্রে এরা অনেক কাজ করে। পাশাপাশি শিশু পাচার রুখতেও এৌক্যবদ্ধ থাকে এরা।

English summary
Sandeshkhali's Sarberia Agarhati Panchayat awarded by Central Government for being Children Friendly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X