For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল তুষারপাত! সান্দাকফু ছাড়লেন বহু পর্যটক

প্রবল তুষারপাত শুরু হয়েছে সান্দাকফুতে। বরফে ঢেকেছে সান্দাকফু-ফালুট-গৈরিবাস। বহু পর্যটক সেখানে আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। অনেকেশুধুমাত্র লাঠিকে ভরসা করে নিচে নেমে আসতে পেরেছেন বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রবল তুষারপাত শুরু হয়েছে সান্দাকফুতে। বরফে ঢেকেছে সান্দাকফু-ফালুট-গৈরিবাস। সোমবার রাত থেকে তুষারপাতে প্রাথমিকভাবে সেখানে বহু পর্যটক আটকে পড়েন। পরে অবশ্য তাঁরা নিচে নামতে সমর্থ হন। অনেকে শুধুমাত্র লাঠিকে ভরসা করে নিচে নেমে আসতে পেরেছেন বলে জানা গিয়েছে।

সোমবার রাত থেকে তুষারপাত

সোমবার রাত থেকে তুষারপাত

সোমবার রাত থেকে প্রবল তুষারপাত শুরু হয়েছে সান্দাকফুতে। বছর জুড়েই পর্যটকরা সেখানে যান। কিন্তু এই সময় যাঁরা ছিলেন, তাঁদের অনুভূতিটা ছিল একটু অন্যরকমের। সোমবার রাতে ঝোড়ো হাওয়ার সঙ্গে তুষারপাত হয় বলে জানিয়েছেন সেখানে উপস্থিত পর্যটকরা।

গরম পোশাকের অভাব

গরম পোশাকের অভাব

সেখানে তখন জাঁকিয়ে শীত বলা ভুল। ছিল হাড় কাঁপানো ঠাণ্ডা। বালি-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যাওয়া অনেক পর্যটক ছিলেন সেখানে। প্রবল তুষারপাতের সময়ে যে ধরনের পোশাকের দরকার ছিল, সেই ধরনের পোশাক অনেকের কাছে ছিল না বলে জানা গিয়েছে।

ঠাণ্ডা বেড়েছে পেথাইয়ের জেরে

ঠাণ্ডা বেড়েছে পেথাইয়ের জেরে

ঘূর্ণিঝড় পেথাই ছাড়াও পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে এই ঠান্ডা বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বেড়েছে তুষারপাতের সম্ভাবনা।

হোটেলে জল হয়েছে বরফ

হোটেলে জল হয়েছে বরফ

অনেকে সান্দাকফু পৌঁছেছিলেন রবিবার। সেই সময়েই জল জমে বরফ হয়ে যায় বলে জানিয়েছেন কেউ কেউ।

তড়িঘড়ি অনেকেই নেমে আসেন

তড়িঘড়ি অনেকেই নেমে আসেন

সোমবার রাতে প্রবল তুষারপাতে অনেকেই ভয় পেয়ে যান। বেশ কয়েক কিমি পথ পেরিয়ে শুধুমাত্র লাঠিকে সঙ্গী করে নিচে নেমে আসেন তাঁরা।

( ছবি সৌজন্য: এএনআই)

English summary
Sandakphu, highest point of the Singalila Ridge in Darjeeling district, received fresh snowfall
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X