মহকুমা পুলিশ আধিকারিকের দেহরক্ষীর গুলিতে মৃত সাফাইকর্মী! এগরায় উত্তেজনা
পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে মহকুমা পুলিশ আধিকারিকের দেহরক্ষীর বন্দুকের গুলি লেগে মৃত্যু হল এক সাফাইকর্মীর। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তরুণ গড়াই নামে ওই সাফাইকর্মীর মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরের এই ঘটনার পর পুলিশ কর্মী প্রদীপ সিংকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভি সলেমন নেশাকুমার জানান প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই পুলিশকর্মী বন্দুকের গুলি বের না করেই তাঁর সার্ভিস রিভলবার পরিষ্কার করছিল। সেই সময় তা থেকে গুলি বের হয়ে ওই সাফাইকর্মীর মাথায় লাগে। এ নিয়ে একটি বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তরুণ গড়াই নামের ওই সাফাইকর্মীর বাড়ি এগরার ১২ নম্বর ওয়ার্ডে। এদিন তিনি যখন এগরা থানার মেসে পরিষ্কার করার কাজ করছিলেন তখন এগরা মহকুমা পুলিশ আধিকারিক আখতার আলি খানের দেহরক্ষী প্রদীপ সিং তাঁর সার্ভিস রিভলবার পরিষ্কার করছিলেন। কিন্তু তিনি সেই রিভলভারের গুলি বের করেননি। লোডেড থাকা অবস্থায় সেটি পরিষ্কার করার সময় ট্রিগারে চাপ পড়ে গেলে গুলি তরুণের মাথায় লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।