For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্তফা দিয়েই সব্যসাচী যোগ দিলেন কোথায়! নাম না করে কটাক্ষ রাজ্যের শিক্ষামন্ত্রীকে

বৃহস্পতিবার বিকেল ৪ টে নাগাদ বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের কাউন্সিলর সব্যসাচী দত্ত। বিধাননগরের মেয়র হিসাবে তিনি পদত্যাগ করলেও এখনও তৃণমূলের কাউন্সিলর হিসাবে রয়েছেন সব্যসাচী।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার বিকেল ৪ টে নাগাদ বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের কাউন্সিলর সব্যসাচী দত্ত। বিধাননগরের মেয়র হিসাবে তিনি পদত্যাগ করলেও এখনও তৃণমূলের কাউন্সিলর হিসাবে রয়েছেন সব্যসাচী। আর ইস্তফার ঘোষণার খানিক ক্ষণের মধ্যেই সব্যসাচী যোগ দিলেন সল্টলেকে প্রাইমারি শিক্ষকদের বিক্ষোভে।

সল্টলেকে কী বলেলন সব্যসাচী?

সল্টলেকে কী বলেলন সব্যসাচী?

এদিন , শিক্ষকদের ধরনা মঞ্চে যোগ দিয়ে সব্যসাচী দত্ত প্রশ্ন তোলেন,' শিক্ষকরা রাস্তায় , আর মন্ত্রী কেন ঠাণ্ডা ঘরে? ' প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষকদের ডিএর দাবি ঘিরে আন্দোলন এদিন ষষ্ঠদিনে পড়ল। আর এই ষষ্ঠ দিনেই সেই মঞ্চে দেখা গেল বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে ।

 'দাবি ন্যায্য না অন্যায্য পরের কথা'

'দাবি ন্যায্য না অন্যায্য পরের কথা'

সল্টলেকে প্রাথমিক শিক্ষকদের মঞ্চে যোগ দিয়ে সব্যসাচী দত্ত বলেন, 'আন্দোলনকারীদের দাবি ন্যায্য না অন্যায্য সেটা পরে বিচার করা যাবে। প্রাথমকি ন্যূনতম ব্যবস্থাটুকু কেন থাকবে না আন্দোলনকারীদের জন্য?' পাশাপাশি তিনি এদিন অভিযোগ করেন, যে আন্দোলনকারীদের জন্য শৌচালয়ের ব্যবস্থাটুকুও করেনি প্রশাসন।

সব্যসাচী ও বিক্ষোভ

সব্যসাচী ও বিক্ষোভ

কয়েকদিন আগে সব্যসাচী দত্তের বিদ্যুৎভবনের বিক্ষোভের জেরে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দেন সব্যসাচী। বিধাননগরের এই বিতর্কিত কাউন্সিলরের দাবি, তাঁর বিক্ষোবের পরই বিদ্যুৎমন্ত্রীর ফোন যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। আর তারপর থেকেই সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূল কাউন্সিলররা। বারবার দলের তরফে সব্যসাচীকে নিয়ে বিরূপ মন্তব্য শুরু হয়। তবে এরপরেও তৃণমূল থেকে ইস্তফা দেননি সব্যসাচী দত্ত। ইস্তফা দিলেন বিধাননগরের মেয়র পদ থেকে।

English summary
Sabyasachi Joins Primary School teachers agitation after resignation as Bidhahnangar Mayor.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X