For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর শান্ত হয়, বাংলা নয়! মমতার সরকারকে খোঁচা দু-নৌকায় পা রাখা সব্যসাচীর

বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত এবার বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন নিজের দলের বিরুদ্ধেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, কাশ্মীরও শান্তি হয়ে যায়, কিন্তু বাংলা শান্

  • |
Google Oneindia Bengali News

বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত এবার বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন নিজের দলের বিরুদ্ধেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, কাশ্মীরও শান্তি হয়ে যায়, কিন্তু বাংলা শান্ত হয় না। বাংলায় রাজনৈতিক প্রতিহিংসা চলতেই থাকে। বাংলায় হিংসার পরিবেশ নিয়ে সরব হলেন সব্যসাচী।

কাশ্মীর শান্ত হয়, বাংলা নয়! মমতার সরকারকে খোঁচা দু-নৌকায় পা রাখা সব্যসাচীর

লোকসভার আগে থেকেই তাঁর বিজেপি যোগের সম্ভাবনা নিয়ে চর্চা তুঙ্গে। মাঝেমধ্যেই তাঁর আচার আচরণ বিব্রত করেছে দলকে। অস্বস্তিতে পড়তে হয়েছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এমনকী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরেও দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। এবার তিনি বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন।

তিনি বলেন, কাশ্মীরে হিংসা ছড়ায় আবার শান্ত হয়ে যায়, কিন্তু বাংলায় হিংসা থামার কোনও লক্ষণই নেই। বাংলায় রাজনৈতিক হিংসা চলেই যাচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ে তাই প্রশ্ন রয়েই যায়। এদিন তাঁর এই মন্তব্য ফের রাজনৈতিক মহলে জল্পনা বাড়াল। তিনি যে বিজেপিতে পা বাড়িয়ে রেখেছেন তা তো জানাই, এবার বোধহয় তিনি বিজেপিতেই নাম লেখাতে চলেছেন।

[আরও পড়ুন: জ্যোতিপ্রিয় কেমন রাজনীতি চান! সেইমতোই 'অভ্যর্থনা' জানানোর চ্যালেঞ্জ দিলীপের][আরও পড়ুন: জ্যোতিপ্রিয় কেমন রাজনীতি চান! সেইমতোই 'অভ্যর্থনা' জানানোর চ্যালেঞ্জ দিলীপের]

এদিন যখন সব্যসাচীর গণেশ পুজোর উদ্বোধন করলেন খোদ দিলীপ ঘোষ, তারপর উপস্থিত হলেন রাজ্য বিজেপির ডেপুটি পর্যবেক্ষক অরবিন্দ মেনন, মুকুল রায়, তখন তো একটা শিশুও বলে দেবে সব্যসাচীর রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে বাঁকতে চলেছে। তারপরই সব্যসাচীর এহেন মন্তব্য জল্পনা বাড়াল আবার। এদিন সব্যসাচী মমতার মন্ত্রিসভার সদস্য ও বিধায়ক-সাংসদের খোঁচা দিয়ে জানান, আমার পুজো তো আর সারদা-নারদের টাকায় নয়, তাই দুর্নীতি খুঁজলেও পাবেন না।

[আরও পড়ুন: তলানিতে এসে ঠেকেছে দেশের ৮টি বড় শিল্পের বৃদ্ধির হার][আরও পড়ুন: তলানিতে এসে ঠেকেছে দেশের ৮টি বড় শিল্পের বৃদ্ধির হার]

English summary
Sabyasachi Dutta slams Mamata Banerjee government on violence issue. He says Bengal is still unrest despite of Kashmir is peaceful
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X